IPL 2022 Top Highlights: মার্শ-ওয়ার্নারের দাপটে জয় দিল্লির, ছিটকে গেলেন জাডেজা, আইপিএল হাইলাইটস
IPL 2022: ডেভিড ওয়ার্নার ও শন মার্শের জোড়ো ব্যাটিংয়ে ভর করে রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালস। পাঁজরের চোটে আইপিএলের বাইরে রবীন্দ্র জাডেজা। আইপিএলের সব গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে।
মুম্বই: ডেভিড ওয়ার্নার ও শন মার্শের জোড়ো ব্যাটিংয়ে ভর করে রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালস। পাঁজরের চোটে আইপিএলের বাইরে রবীন্দ্র জাডেজা। আইপিএলের (IPL) সব গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে।
রাজস্থান বধ
দুরন্ত ছন্দে মিচেল মার্শ (Mitchell Marsh) ও ডেভিড ওয়ার্নার (David Warner)। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাট হাতে সংহারক মূর্তি ধারণ করলেন দুজনই। মার্শ ৬২ বলে করলেন ৮৯ রান। তাঁর ইনিংসে চিল ৫টি চার ও ৭টি ছক্কা। ৪১ বলে ৫২ রানে অপরাজিত রইলেন ওয়ার্নার। রাজস্থান রয়্যালসের ১৬০ রান তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস। ৮ উইকেটে ম্যাচ জিতে ১২ ম্যাচে ১২ পয়েন্ট হল ঋষভ পন্থদের। প্লে অফের দৌড়ে টিকে রইল দিল্লি ক্যাপিটালস।
জাডেজার চোট
আইপিএলের (IPL) শেষ লগ্নে বিরাট ধাক্কা কেল চেন্নাই সুপার কিংস। পাঁজরের চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। সৌরাষ্ট্রের অলরাউন্ডারকে বাদ দিয়েই বাকি টুর্নামেন্টে খেলতে হবে মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni)।
কিছু দিন আগেই দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন তিনি। জানিয়েছিলেন নিজের খেলায় নজর দিতে চান। কিন্তু তার পরেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে একটি ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে চোট লাগে জাডেজার। ফলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দলে ছিলেন না জাডেজা। সৌরাষ্ট্রের অলরাউন্ডারকে যে আইপিএলের বাকি ম্যাচগুলিতে পাওয়া যাবে না সে কথা জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। তিনি বলেন, ‘‘জাডেজার পাঁজরে বড় চোট লেগেছে। ফলে চিকিৎসকরা ওকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে। এর পরে খেললে চোট আরও বাড়তে পারে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বারের আইপিএলের বাকি ম্যাচে জাডেজা আর খেলবে না।’’
বিরাট ইঙ্গিত
কোহলি ইঙ্গিত দিলেন, ফের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ফিরতে চলেছেন এবি ডিভিলিয়ার্স। আরসিবি-র একটি চ্যাট শোয়ে কোহলি জানিয়েছেন, আগামী মরসুমে আবারও আরসিবি-তে ফিরবেন প্রোটিয়া তারকা। বিরাট দাবি করেছেন, ‘আমি ওর (ডি'ভিলিয়ার্স) অভাব ভীষণভাবে অনুভব করি। নিয়মিত ওর সঙ্গে কথা হয়। আমাকে প্রায়ই মেসেজ পাঠায়।’
কোহলি জানিয়েছেন, আপাতত পরিবার ও বন্ধুদের সঙ্গে আমেরিকায় গল্ফ প্রতিযোগিতা উপভোগ করছেন এবি। কোহলি যোগ করেছেন, ‘আমরা প্রত্যেকেই ওর সঙ্গে যোগাযোগ রাখি। এবি নিজেও আরসিবির প্রতিটা খেলা খুব মন দিয়ে দেখছে। আশা করছি, পরের মরসুমে কোনও এক নতুন ভূমিকায় ওকে দেখা যাবে।’
দৌড়ে ম্যাকালাম
তিনি দুই মরসুম ধরে কলকাতা নাইট রাইডার্সের (KKR) কোচ। কীভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) সেরা ব্যাটার বিরাট কোহলিকে (Virat Kohli) থামানো যাবে বা আটকে দেওয়া যাবে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হিটম্যান রোহিত শর্মাকে (Rohit Sharma), সেই অঙ্ক কষেন।
ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum) কি এবার সরাসরি টিম ইন্ডিয়াকে (Team India) হারানোর লড়াইয়ে নামবেন? আরসিবি বা মুম্বই, সিএসকে নয়, কীভাবে ভারতের জাতীয় দলকে বাইশ গজের লড়াইয়ে নাস্তানাবুদ করা যায়, সেই কৌশল তৈরি করবেন? সেরকম ইঙ্গিত রয়েছে পূর্ণ মাত্রায়। কারণ, ম্যাকালামকে জাতীয় দলের কোচ করার জন্য উঠে পড়ে লেগেছে ইংল্যান্ড।