IPL 2022: বুধবার বৃষ্টি হলে না খেলেও কপাল পুড়তে পারে কোহলিদের
IPL 2022: বাংলার ক্রিকেটপ্রেমীরা ২৫ মে-র অপেক্ষায়। ওইদিনই ইডেনে নামছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের প্রতিপক্ষ লখনউ সুপারজায়ান্টস।
কলকাতা: বাংলার ক্রিকেটপ্রেমীরা ২৫ মে-র অপেক্ষায়। ওইদিনই ইডেনে (Eden Gardens) নামছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের প্রতিপক্ষ লখনউ সুপারজায়ান্টস। কিন্তু গোটা সপ্তাহের মতো সেদিনও রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। প্রকৃতির কারণে ম্যাচ পণ্ড হয়ে গেলে কপাল পুড়বে বিরাট কোহলিদের। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দেখলে, সেই ম্যাচ ভেস্তে গেলে ফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে আরসিবি। কিন্তু কেন?
ম্যাচ বৃষ্টিবিঘ্নিত হলে কী হবে বা বৃষ্টিতে ম্যাচ যদি খেলা না যায় তাহলে আইপিএলের নিয়মানুযায়ী কী হবে, আসুন তা দেখে নেওয়া যাক একনজরে।
২৪ মে অর্থাৎ আইপিএল প্লে অফের প্রথম দিন মুখোমুখি হবে গুজরাত টাইটানস এবং রাজস্থান রয়্যালস। সেই দিন ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি-ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমন অবস্থায় আইপিএলের নিয়মানুযায়ী ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০-৯:৩০ পর্যন্ত অপেক্ষা করবেন আম্পায়ররা। এর মধ্যে খেলা শুরু করা গেলে পুরো ২০ ওভার খেলা হবে। তা না হলে ওভার কমিয়ে খেলানোর চেষ্টা হবে। সেক্ষেত্রে অন্তত পাঁচ ওভার করে দু’দলকে খেলানোর চেষ্টা করা হবে। আইপিএলের নিয়মানুযায়ী একটি ম্যাচ সম্পূর্ণ করতে দু'দলকে অন্ততপক্ষে ৫ ওভার করে ব্যাট করতে হবে ।
যদি কোনও কারণে খেলা একেবারেই সম্ভব না হয় তখন গ্রুপ পর্যায়ের পয়েন্ট তালিকায় এগিয়ে থাকার জন্য রাজস্থান বনাম গুজরাত ম্যাচ থেকে গুজরাত পৌঁছবে ফাইনালে। রাজস্থান তখন খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। এলিমিনেটরের ক্ষেত্রেও একই নিয়ম। সেই ম্যাচ না হলে চতুর্থ স্থানে থাকা দল ছিটকে যাবে। তৃতীয় স্থানে থাকা দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার ।
কোহলিরা আপাতত পয়েন্ট টেবিলের চারে। তাই বৃষ্টির জন্য ম্যাচ পণ্ড হয়ে গেলে কপাল পুড়বে কোহলিদের।
আরও পড়ুন: শহরে থেকেও মেয়ের জন্মদিনে থাকা হচ্ছে না ঋদ্ধির, হোটেলেই যাবে খাবার-কেক
বৃষ্টির ভ্রুকুটি, ইডেন দিনভর ঢাকা প্লাস্টিকে, ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা?