(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2023: আইপিএল শুরুর আগে পন্থকে বিশেষ বার্তা ওয়ার্নারের
IPL: তবে পন্থের নেতৃত্বে আগের মরসুমে দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন অজি তারকা। ২ জনের বন্ধুত্বও দারুণ। এবার পন্থের উদ্দেশে বার্তা দিলেন ওয়ার্নার।
নয়াদিল্লি: আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে দেখা যাবে ডেভিড ওয়ার্নারকে (David Warner)। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ২২ গজে ফিরতে পারেননি ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি সুস্থ থাকলে তিনিই অধিনায়কত্ব করতেন আগামী আইপিএলে। কিন্তু এবার তাঁর অনুপস্থিতিত ওয়ার্নারকে দেখা যাবে সেই দায়িত্বে। তবে পন্থের নেতৃত্বে আগের মরসুমে দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন অজি তারকা। ২ জনের বন্ধুত্বও দারুণ। এবার পন্থের উদ্দেশে বার্তা দিলেন ওয়ার্নার।
কী বললেন ডেভিড ওয়ার্নার?
এই মুহূর্তে ওয়ান ডে সিরিজ খেলতে ভারতে আছেন ওয়ার্নার। সিরিজের পরই আইপিএলের প্রস্তুতি শুরু করে দেবেন তিনি। তারই ফাঁকে ওয়ার্নার বলছেন, ''আমরা প্রত্যেক বছরই ট্রফি জেতার জন্য উদ্বুদ্ধ থাকি। এবার সেই তাগিদটা আরও বেশি থাকবে কারণ তোমার অনুপস্থিতিতে তোমাকে উপহার দিতে চাই। আমরা তোমার সফরে সঙ্গে আছি। তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো। গোটা দলের তরফে তোমার কাছে আবেদন যে আশা করি আমাদের একটা ম্যাচ দেখতে আসবে। দিল্লি ক্যাপিটালসের তরফে তোমার দ্রুত সুস্থতা কামনা করি।'' ওয়ার্নার আরও বলেন, ''অধিনায়কত্বের ব্য়াটন পাওয়াটা আমার কাছে ভীষণ গর্বের। অক্ষর পটেল সহ অধিনায়ক হয়েছেন। আমাদের বড় দায়িত্ব কাঁধে। সেই দায়িত্ব পালন করতে হবে।''
View this post on Instagram
১৮৮ রানে অল আউট ভারত
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের (One Day Series) প্রথম ম্যাচে দুরন্ত বোলিং ভারতীয় বােলারদের। রোহিত শর্মার (Rohit Sharma) অনুপস্থিতিতে নেতৃত্ব দিতে নেমে বোলার বদল থেকে ফিল্ডিং বদল সবেতেই প্রশংসা কুড়িয়ে নিলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। বল হাতে ৩টি করে উইকেট নিলেন মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। ২ জনের নিয়ন্ত্রিত দুরন্ত বোলিংয়ের সুবাদেই মাত্র ১৮৮ রানে শেষ হয়ে গেল অজিদের ইনিংস।
টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হার্দিক পাণ্ড্য। প্রথম থেকেই ভারতীয় পেস বোলারদের দাপটের সামনে মাথা নোয়ানো শুরু করেন অজি ব্যাটাররা। একমাত্র মিচেল মার্শ বাদে কেউই সেভাবে বড় রান পাননি। প্রথমেই ট্রাভিস হেডের উইকেট হারায় অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ শুরুটা ভাল করেও ২২ রানে প্যাভিলিয়নে ফেরেন। ১৫ রান করেন মার্নাস লাবুশেন। জস ইংলিশ ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ক্যামেরন গ্রিন ১২ রান করেন ও গ্লেন ম্যাক্সওয়েল ৮ রান করে আউট হন। লোয়ার অর্ডারে কেউই সেভাবে রান না পাওয়ায় ১৮৮ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।