MI vs RCB, 1 Innings Highlight: ব্যর্থ রোহিত, অর্ধশতরান তিলকের, প্রথমে ব্য়াট করে মুম্বই তুলল ১৭১
IPL 2023, MI vs RCB: এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি।
বেঙ্গালুরুঃ শুরুটা ছিল আরসিবির। কিন্তু শেষটা করলেন তিলক ভার্মা। সিরাজ, আকাশদীপ, করণ শর্মাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে যখন নাস্তানাবুদ জাতীর দলের জার্সিতে খেলা রোহিত, সূর্যরা, ঠিক তখন তরুণ তিলক ভার্মার ব্যাটের উপর নির্ভর করে বোর্ডে ১৭১ রান তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি। বল হাতে প্রথম স্পেলটি দারুণ করেন মহম্মদ সিরাজ। নিজের প্রথম ৩ ওভারে মাত্র ৫ রান খরচ করেছিলেন। সেখানেই চাপে পড়ে যায় মুম্বই শিবির। ব্যক্তিগত ১০ রানের মাথায় সিরাজের বলে আউট হন ঈশান কিষাণ। রোহিতকে ফেরার বাংলার আকাশদীপ। ১০ বলে ১ রান করে আকাশের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন হিটম্যান। ১৬ বলে ১৫ রান করে ফেরেন সূর্যকুমার। একদিকে পরপর উইকেট পরছে যখন উল্টোদিকে তিলক ভার্মা ক্রিজে সেট হচ্ছিলেন। লোয়ার অর্ডারকে সঙ্গে নিয়ে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন।
৪৬ বলে ৮৪ রানের ইনিংস খেলেন তিলক। ইনিংসের শেষ বলে হেলিকপ্টার শটের মাধ্যমে ছক্কা হাঁকান তিলক। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকালেন তিলক। লোয়ার অর্ডারে নেহাল ওয়াধেরা ২১ রান করেন।
আরসিবি বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার এদিন করণ শর্মা। তিনি ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন। ১টি করে উইকেট নেন সিরাজ, হর্ষল, আকাশদীপ, রিস টোপলে ও ব্রেসওয়েল।
হার হায়দরাবাদের
রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে প্রথম নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে এবারের আইপিএলের শুরুতেই কিছুটা বিপাকে পড়ে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। দুশোর ওপর রান বোর্ডে তুলে দিয়েছিল রাজস্থান। সেই চাপ সামলাতে পারল না হায়দরাবাদ। ২০৪ রান তাড়া করতে নেমে মাত্র রানে ১৩৮ রানই বোর্ডে তুলতে পারল অরেঞ্জ আর্মিরা।
২০৪ রান তাড়া করতে নেমে শুরুতেই ফিরে যান অভিষেক শর্মা। স্কোরবোর্ডে কোনও রান যোগ করার আগেই প্য়াভিলিয়নে ফেরেন অভিষেক। একেবারেই ছন্দে ছিলেন না ময়ঙ্ক আগরওয়ালও। তিনি ২৩ বলে ২৭ রান করে আউট হন। রাহুল ত্রিপাঠীও খাতার খোলার আগেই ফিরে যান। যাঁকে নিয়ে এবার সবার নজর ছিল সেই হ্য়ারি ব্রুক ২১ বলে ১৩ রান করে আউট হন। লেযার অর্ডারে আব্দুল সামাদ ৩২ রান করেন ও উমরান মালিক ২ টো ছক্কা হাঁকিয়ে ১৯ রান করেন। এছাড়া আর কেউই রান পাননি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রানই বোর্ডে তুলতে পারে সানরাইজার্স।