IPL: কলকাতার ব্য়াটিংয়ের আগেই বিপত্তি, জ্বলল না ফ্লাডলাইট, দেরিতে শুরু খেলা
PBKS vs KKR: প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান বোর্ডে তুলে নেয় পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমেছিল কেকেআর। কিন্তু তার আগেই বিপত্তি।
মোহালি: আইপিএলের মত ক্রিকেটের মেগা মঞ্চ। আর সেখানেই প্রায় ২০ মিনিট খেলা বন্ধ থাকল ফ্লাডলাইট না জ্বলায়। মোহালিতে পাঞ্জাব কিংসের ঘরের মাঠে নিজেদের এবারের আইপিএলের প্রথম ম্যাচে খেলতে নেমেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান বোর্ডে তুলে নেয় পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমেছিল কেকেআর। কিন্তু তাঁদের ব্য়াটিং শুরুর আগেই আচমকা বন্ধ হয়ে যায় ফ্লাডলাইট। গোটা স্টেডিয়ামে মাত্র ৬টি টাওয়ারে লাইট জ্বলছিল। বাকিগুলোয় বন্ধ হয়ে গিয়েছিল লাইট। যার জন্য খেলার শুরু হতেও দেরি হয় কমপক্ষে ২০ মিনিট।
কলকাতার হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন মনদীপ সিংহ ও রহমনউল্লাহ গুরবাজ। কিন্তু তাঁরা ব্য়াটিং শুরুর আগেই লাইটের সমস্যা হওয়ায় আম্পায়াররা খেলায় বিরতি টানেন। কিছুক্ষণ মাঠে অপেক্ষা করার পর শিখর ধবন তাঁর পাঞ্জাব কিংস দলের সতীর্থদের নিয়ে ডাগ আউটে ফিরে যান। তবে ২০ মিনিট পর ফের খেলা শুরু হয়। কিন্তু আইপিএলের মত গুরুত্বপূর্ণ মেগা ইভেন্টে এভাবে আলো বিভ্রাট কিন্তু কিছুটা হলেও অস্বস্তিতে ফেলবে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনকে।
এদিকে, প্রথম ম্য়াচেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হল কলকাতা নাইট রাইডার্সের (KKR vs PBKS) বোলারদের। মোহালিতে পাঞ্জাব ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে (PCA Stadium) প্রথমে ব্যাট করে শিখর ধবনরা তুললেন ১৯১/৫। ব্যাট হাতে জ্বলে উঠলেন ভানুকা রাজাপক্ষে ও ধবন। মাত্র ৩২ বলে ৫০ রান করলেন ভানুকা। ২৯ বলে ৪০ রান অধিনায়ক ধবনের। ম্যাচ জিততে হলে বড় রান তাড়া করতে হবে কেকেআরকে। নীতীশ রানাদের সামনে ম্যাচ জেতার জন্য লক্ষ্য ১৯২ রানের।
প্রথমে বোলিং করে কেকেআর বোলারদের অভিজ্ঞতা সুখকর হল না। শুরুতেই ঝড় তোলেন প্রভশিমরন সিংহ। শিখর ধবনের সঙ্গে ওপেন করতে নেমে মাত্র ১২ বলে ২৩ রান করেন। প্রথম ২ ওভারে ধবন কোনও বলই খেলেননি। টিম সাউদির বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন প্রভশিমরন।
তবে তিন নম্বরে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষে। মাত্র ৩২ বলে ৫০ রান করে ফেরেন। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও জোড়া ছক্কা। ৬টি চার মেরে ২৯ বলে ৪০ রান করেন ধবন। মোহালির পিচে বল পড়ে ভালভাবে ব্যাটে এসেছে। তাই এই উইকেটে স্ট্রোক প্লেয়ারদের খুশি হওয়ার কথা। পাঞ্জাবের মিডল অর্ডার ব্যাটাররা প্রত্যেকেই আগ্রাসী ব্যাটিং করেন। জিতেশ শর্মা ১১ বলে ২১ রান করেন। ১৩ বলে ১৬ রান করেন সিকন্দর রাজা। স্যাম কারান ১৭ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন। ৭ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন শাহরুখ খান।
নাইট বোলারদের মধ্যে ২ উইকেট নিলেও সাউদি ৪ ওভারে খরচ করেন ৫৪ রান। সুনীল নারাইন ১ উইকেট নিলেও ৪০ রান খরচ করেন। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৬ রান দিয়ে ও উমেশ যাদব ২৭ রান দিয়ে একটি করে উইকেট নেন।