IPL 2023 Points Table: নাইটদের হারিয়ে প্রথম চারে প্রবেশ করল রাজস্থান, লিগ তালিকায় কত নম্বরে রয়েছে কেকেআর?
KKR vs RR: ৪১ বল বাকি থাকতেই নয় উইকেটে কেকেআরকে পরাজিত করেছে রাজস্থান রয়্যালস।
কলকাতা: বৃহস্পতিবার, ১১মে ইডেন গার্ডেন্সে এক মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) একে অপরের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে জয়ী দলের সামনে আইপিএল লিগ তালিকার (IPL 2023 Points Table) প্রথম চারে প্রবেশ করার সুযোগ ছিল যেমন ছিল, তেমনই পরাজিত দল প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে যেত। এমন এক ম্যাচে কেকেআরকে কার্যত উড়িয়ে দিল রাজস্থান রয়্যালস। আর এই জয়ের সুবাদেই এক ধাক্কায় লিগ তালিকায় তিন নম্বরে উঠে এল রাজস্থান রয়্যালস।
১৫০ রান তাড়া করতে নেমে যশস্বী জয়সওয়ালের বিধ্বংসী অর্ধশতরানের সুবাদে ৪১ বল বাকি থাকতেই রাজস্থান রয়্যালস ম্য়াচ জিতে নেয়। এই জয়ের সুবাদেই এক ধাক্কায় লিগ তালিকায় পাঁচ নম্বর থেকে তিনে উঠে এল রাজস্থান। সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দলের দখলে আপাতত ১২ ম্যাচে ছয়টি জয়ের সুবাদে ১২ পয়েন্ট রয়েছে। তাঁদের নেট রান রেট ০.৬৩৩। অপরদিকে, এত বড় ব্যবধানে পরাজিত হয়ে লিগ তালিকায় আরও একধাপ পিছিয়ে গেল নাইট বাহিনী। ১০ পয়েন্ট রয়েছে কেকেআরের দখলে। নাইটদের নেট রান রেট -০.৩৫৭।
এই পরাজয়ের ফলে নাইটদের যে প্লে-অফে পৌঁছনোর পথ ভীষণ কঠিন হয়ে গেল, তা বলাই বাহুল্য। লিগ তালিকার শীর্ষে গুজরাত টাইটান্সের দখল অব্যাহত। ১১ ম্যাচে তাঁদের দখলে রয়েছে ১৬ পয়েন্ট। চেন্নাই সুপার কিংস লিগ তালিকায় দ্বিতীয়। ১২ ম্যাচে সাতটি জয়, চার হার ও একটি অমীমাংসিত ম্যাচের ফলে সিএসকের দখলে রয়েছে ১৫ পয়েন্ট। এই দুই দলের প্লে-অফে পৌঁছনো কার্যত নিশ্চিত। তালিকায় চারে রয়েছে রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। পল্টনদের দখলেও ১২ পয়েন্ট রয়েছে। তবে পল্টনরা যদি আজকে নিজেদের ম্যাচে গুজরাত টাইটান্সকে হারাতে পারে, তাহলেই রাজস্থানকে পিছনে ফেলে তাঁরা লিগ তালিকায় তিন নম্বরে উঠে আসবে।
লিগ তালিকায় পাঁচ নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। তাঁদের দখলে রয়েছে ১১ পয়েন্ট। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স তালিকায় ছয়ে রয়েছেন। আরসিবির দখলে ১০ পয়েন্ট রয়েছে। পাঞ্জাব কিংসের দখলেও ১০ পয়েন্ট। তবে নেট রান রেট (-০.৪৪১) কম হওয়ায় আরসিবি ও কেকেআরের পরে আটে রয়েছে শিখর ধবনের দল। লিগ তালিকায় শেষ দুই স্থানে যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস রয়েছে। উভয় দলের দখলেই আট পয়েন্ট রয়েছে। যদিও সানরাইজার্স মাত্র ১০টি ম্যাচ খেলেছে।
আরও পড়ুন: সাঁতার কাটার সময় কীভাবে চোখ রক্ষা করবেন ইনফেকশন থেকে? নজরে থাকুক সহজ কয়েকটি টিপস