IPL 2024: বিশেষ অতিথি ছিলেন দুবে, সিএসকে তারকাকে দেখেই কলেজ পড়ুয়াদের ধোনি...ধোনি..চিৎকার
MS Dhoni And CSK: ধোনি ধোনি চিৎকার করে উঠলেন কলেজ পড়ুয়ারা। দুবেও কথা দিলেন যে অবশ্যই তিনি ধোনিকে জানাবেন যে কলেজের পড়ুয়ারা কতটা বিশ্বজয়ী অধিনায়ককে মনে করছিলেন।
চেন্নাই: তিনি মাঠে থাকলে প্রতিপক্ষ দলের সমর্থকরাও ২ ভাগে ভাগ হয়ে যান। অবসরের চারবছর পরও এখনও জনপ্রিয়তায় এতটুকুও ভাঁটা পড়েনি। মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) যে ভক্তদের কতটা কাছের, তার প্রমাণ আরও একবার পাওয়া গেল। তাও আবার তাঁর অনুপস্থিতিতেই। তামিলনাড়ুর একটি কলেজে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সিএসকে-তে ধোনির নেতৃত্বে খেলা শিবম দুবে (Shivam Dube)। সেখানেই দুবের সামনেই ধোনি ধোনি চিৎকার করে উঠলেন কলেজ পড়ুয়ারা। দুবেও কথা দিলেন যে অবশ্যই তিনি ধোনিকে জানাবেন যে কলেজের পড়ুয়ারা কতটা বিশ্বজয়ী অধিনায়ককে মনে করছিলেন।
View this post on Instagram
চেন্নাইয়ের ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন শিবম দুবে। সেখানে মাইকের সামনে দাঁড়িয়ে যেই মুহূর্তে সিএসকে নিয়ে কথা বলা শুরু করেন তরুণ অলরাউন্ডার, ঠিক সেই মুহূর্তে কলেজের অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকে ধোনি ধোনি চিৎকার করে ওঠেন। এমনটা দেখে অবশ্য অবাক হননি দুবে। কারণ এটা তো হওয়ারই ছিল। হাসিমুখে ৩০ বছরের অলরাউন্ডার জানান যে তিনি অবশ্যই তাঁর আইপিএল দলের অধিনায়ককে জানাবেন ধোনিকে নিয়ে পাগলামির বিষয়টি।
Shivam Dube at VIT Vellore, while he speaking about CSK the crowd started chanting "Dhoni Dhoni....."#IPL2024pic.twitter.com/oC3XZssztw
— Don Cricket 🏏 (@doncricket_) February 29, 2024
জাতীয় দলের জার্সিতে ধারাবাহিক পারফর্ম করেছেন শিবম দুবে। আফগানিস্তানের বিরুদ্ধে গত টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুটো ম্য়াচে টানা দুটো অর্ধশতরান হাঁকিয়েছিলেন। বল হাতেও উইকেট তুলে নিয়েছিলেন। মােহালির ম্য়াচে ৪০ বলে ৬০ রানের ইনিংস খেলেছিলেন। ইন্দোর ম্যাচে ৩২ বলে ৬৩ রানের ইনিংস খেলেন তিনি। দুটো ম্য়াচেই ভারত জিতে যায়।
দুবের ধারাবাহিক পারফরম্য়ান্সে তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জাতীয় দলে ঢোকার অন্যতম দাবিদার করে তুলেছে। যদিও দৌড়ে রয়েছেন আরও অনেক তরুণ ক্রিকেটার। ২০১৩ সালে শেষ বার ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। যা ছিল শেষবার ভারতের জেতা কোনও আইসিসি ট্রফি। এরপর থেকে বারবার খালি হাতেই ফিরতে হয়েছ। আগামী জুনে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই অপেক্ষা শেষ হোক, এমনটাই চাইছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা।