IPL 2024: হারলেই আইপিএল শেষ, বিরাটদের বিজয়রথ থামাতে পারবে রাজস্থান? কখন, কোথায় দেখবেন ম্য়াচ?
RR vs RCB: রাজস্থান একসময় পয়েন্ট টেবিলে প্রথম দুইয়ে থাকার অন্য়তম দাবিদার ছিল। কিন্তু গত চার ম্য়াচে টানা হারতে হয়েছিল সঞ্জু স্যামসনের দলকে।
আমদাবাদ: আইপিএলের (IPL 2024) প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গতকাল সানরাইজার্সের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে খেলতে নেমেছিল কেকেআর। একপেশে লড়াইয়ে সেই ম্য়াচ জিতে নিয়েছে শ্রেয়স আইয়ারের দল। আজ প্রথম এলিমিনেটরে মুখোমুখি হবে আরসিবি ও রাজস্থান। টুর্নামেন্টের শুরুতে দুই দল যেভাবে পারফর্ম করেছিল, তা ঠিক উল্টে গিয়েছে। রাজস্থান একসময় পয়েন্ট টেবিলে প্রথম দুইয়ে থাকার অন্য়তম দাবিদার ছিল। কিন্তু গত চার ম্য়াচে টানা হারতে হয়েছিল সঞ্জু স্যামসনের দলকে। অন্য়দিকে একসময় পয়েন্ট টেবিলের দশ নম্বর স্থানে থাকা আরসিবি হঠাৎ করেই টুর্নামেন্টে দুর্দান্তভাবে ধারাবাহিক পারফর্ম করে চলেছে। টানা ৬ ম্যাচে জিতেছে তারা।
কাদের ম্যাচ?
আজ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ
ম্য়াচটি আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা হবে
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায়, টস তার ঠিক আধ ঘণ্টা আগে, সন্ধে ৭ টায়।
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই টুর্নামেন্ট।
কেমন পিচ?
এখানকার পিচ সাধারণত হাই স্কোরিং ম্যাচ হয়। দুটো দলেই প্রচুর পাওয়ার হিটার রয়েছেন। বিশেষ করে আরসিবির ব্যাটিং লাইন আপ অনেক শক্তিশালী। অন্যদিকে রাজস্থান রয়্যালসের বোলিং লাইন আপের ভারসাম্য় বেশি। বোল্ট, চাহাল, অশ্বিন, সন্দীপ শর্মার মত বোলার রয়েছেন। এই ম্য়াচ নিঃসন্দেহে আরসিবির ব্যাটিংয়ের সঙ্গে লড়াই হবে রাজস্থানের বোলিং লাইন আপের।
এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে দুটো দল মোট ২৮ ম্য়াচ মুখোমুখি হয়েছে। তার মধ্যে রাজস্থান ১৩ বার জয় ছিনিয়ে নিয়েছে। অন্যদিকে আরসিবি ১৫ ম্য়াচ জয় ছিনিয়ে নিয়েছে। এক্ষেত্রে পাল্লা ভারী নিঃসন্দেহে বিরাট কোহলিদের। এমনকী নক আউট পর্যায়েও রাজস্থানের বিরুদ্ধে পাল্লা ভারী ফাফ ডু প্লেসির দলেরই। ১০ বার নক আউট পর্যায়ে আমনে সামনে হয়েছে এই দুই দল। তার মধ্যে সাতবার জয় ছিনিয়ে নিয়েছে আরসিবি। ৩ বার জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান রয়্যালস।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।