Shubman Gill: ধোনিদের কাছে ম্যাচ হেরে ১২ লক্ষ টাকা জরিমানাও গুনতে হচ্ছে শুভমনকে
IPL 2024: তাঁর দল ম্যাচ হেরেছে। তারপর শুভমন গিলকে (Subman Gill) আরও বড় ধাক্কা খেতে হল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে মন্থর বোলিংয়ের জন্য বিরাট অঙ্কের জরিমানা হল গুজরাত টাইটান্সের অধিনায়কের।
চেন্নাই: তাঁর দল ম্যাচ হেরেছে। তারপর শুভমন গিলকে (Subman Gill) আরও বড় ধাক্কা খেতে হল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে মন্থর বোলিংয়ের জন্য বিরাট অঙ্কের জরিমানা হল গুজরাত টাইটান্সের (CSK vs GT) অধিনায়কের।
শুভমন গিলকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। যা সিএসকে-র বিরুদ্ধে গুজরাতের হারের ক্ষতকে আরও উসকে দেবে, নিঃসন্দেহে।
মঙ্গলবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে যেন ছিল গত আইপিএলের ফাইনালের রিপ্লে ম্যাচ। কারণ, যুযুধান দুই দলই গত আইপিএলের ফাইনালে খেলেছিল। তবে গতবারের ফাইনালের মতোই ফল হল মঙ্গলবারের ম্যাচেও। চেন্নাই সুপার কিংস হেলায় হারাল গুজরাত টাইটান্সকে। চেন্নাইয়ের ২০৬/৬ তাড়া করতে নেমে মাত্র ১৪৩/৮ স্কোরে আটকে যায় গুজরাত টাইটান্স। ৬৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে সিএসকে।
সেই ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মন্থর বোলিংয়ের অভিযোগ উঠেছে। তবে চলতি আইপিএলে (IPL 2024) এটা গুজরাত টাইটান্সের প্রথম মন্থর ওভার রেটের ঘটনা বলে গিলকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
Jubilant Chepauk 🏟️ witnessed @ChennaiIPL's consecutive win as they beat @gujarat_titans by a resounding 63 runs 💪
— IndianPremierLeague (@IPL) March 27, 2024
Recap of the #CSKvGT clash 🎥 👇 #TATAIPL pic.twitter.com/reeLzs1IEh
মহেন্দ্র সিং ধোনি-রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংসের কাছে ৬৩ রানের বড় ব্যবধানে হারার পর শুভমন ম্যাচের শেষে বলেন, 'ওরা সব বিভাগেই আমাদের ছাপিয়ে গিয়েছিল। ওদের ব্যাটিং এবং বোলিং পুরোপুরি পরিকল্পনামাফিক হয়েছিল। আমরা পাওয়ার প্লে-টা কাজে লাগাতে পারিনি। যেটা একটা তফাত গড়ে দিয়েছিল।' সিএসকে স্কোরবোর্ডে ২০৬/৬ স্কোর তুলেছিল। ম্যাচের শেষে গুজরাতের অধিনায়ক বলেছেন, 'আমরা ১৯০-২০০ রান তাড়া করতে হবে আশা করছিলাম। কিন্তু আমরা কী ভাবে আরও কয়েকটা বাউন্ডারি আটকাতে পারতাম সেই দিকটা দেখা দরকার ছিল। টুর্নামেন্ট সবে শুরু হয়েছে। সামনের দিনগুলির কথা ভাবতে হবে।'
আরও পড়ুন: উইকেট নিয়ে চোখ বুজে ধ্যান সিএসকে পেসারের, ব্যঙ্গ করে সমালোচনার মুখে তিন প্রাক্তনী
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে