(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2024: এখনও প্লে অফে জায়গা করে নিতে পারে মুম্বই, কোন অঙ্কে ভাগ্য খুলবে হার্দিকদের?
Mumbai Indians vs Kolkata Knight Riders: খাতায় কলমে কিন্তু এখনও প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে হার্দিক পাণ্ড্যর দল। গতকাল কেকেআরের বিরুদ্ধে হারের পর মুম্বই ইন্ডিয়ান্সের রান রেট -০.৩৫৬ দাঁড়াল।
মুম্বই: ১১ ম্য়াচে মাত্র তিনটি জয়। ঝুলিতে ৬ পয়েন্ট। কেকেআরের (Kolkata Knight Riders) বিরুদ্ধে গতকাল হারের পরই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। তবে এখনও পর্যন্ত অফিশিয়ালভাবে নয়। খাতায় কলমে কিন্তু এখনও প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) দল। গতকাল কেকেআরের (Kolkata Knight Riders) বিরুদ্ধে হারের পর মুম্বই ইন্ডিয়ান্সের রান রেট -০.৩৫৬ দাঁড়াল। প্রথম তিনে থাকার কোনও সম্ভাবনা না থাকলেও এখনও চার নম্বর দল হিসেবে শেষ করার একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে এমআইয়ের।
মুম্বই ইন্ডিয়ান্সের নিজেদের পরের তিনটি ম্য়াচ রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে। প্রথমত তিনটি ম্য়াচই জিততে হবে রোহিতদের। ১৪ ম্য়াচ পরে তাদের ঝুলিতে তখন হবে ১২ পয়েন্ট। তারা কোনওভাবেই রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সকে টেক্কা দিতে পারবে না। এই দুটো দল যথাক্রমে ১৬ ও ১৪ পয়েন্ট ঝুলিতে ইতিমধ্যেই পুরে ফেলেছে। তাই প্রথম দুইয়ে থাকার সম্ভাবনা রয়েছে রাজস্থান ও কেকেআরেরই। সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপারজায়ান্টসের থেকেও এই হিসেবে পয়েন্ট টেবিলে নীচের দিকে থাকবে মুম্বই। এখনও পর্যন্ত দুটো দলই ১২ পয়েন্ট পুরে নিয়েছে ঝুলিতে। এক্ষেত্রে তাঁদের পরের ম্য়াচগুলোতে টানা হারতেই হবে।
View this post on Instagram
এছাড়াও সিএসকে, দিল্লি ক্যাপিটালস, গুজরাত টাইটান্স এই দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে মুম্বই শিবিরকে। কােনও দলই যেন ১২ পয়েন্টের বেশি বোর্ডে তুলতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও রান রেটও একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। মুম্বইয়ের রান রেট একদমই ভাল নয়। সেক্ষেত্রে বাকি তিন ম্য়াচে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেওয়াটাও লক্ষ্য থাকবে হার্দিকদের।
গতকাল কেকেআর ২৪ রানে জয় ছিনিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রোহিত ও হার্দিকের রান না পাওয়াটা যেমন কিছুটা চিন্তার। তেমনই গতকাল একা লড়ে গিয়েছিলেন সূর্যকুমার যাদব। নিজে ৬টি বাউন্ডারি ও ২টো ছক্কাও হাঁকান। তিনি অর্ধশতরান হাঁকান। যদিও ১৭০ রান তাড়া করতে নেমে ১৪৫ রানে গুটিয়ে গেল মুম্বই শিবির।