Shreyas Iyer: উদ্বেগ কাটিয়ে কলকাতায় পৌঁছে গেলেন শ্রেয়স, নাইট শিবিরে স্বস্তি
IPL 2024: শনিবার রাতে কলকাতায় পৌঁছে গেলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। রাত দশটা নাগাদ বাইপাসের ধারে টিম হোটেলে চেক ইন করেছেন মুম্বইয়ের তারকা ক্রিকেটার।
সন্দীপ সরকার, কলকাতা: রঞ্জি ট্রফির ফাইনালে বিদর্ভের বিরুদ্ধে ম্যাচের শেষ দু'দিন তিনি মাঠে নামতে পারেননি। পিঠের পুরনো চোটই নাকি ফের ভোগাচ্ছে তাঁকে। এমনকী, মুম্বই রঞ্জি দলের কেউ কেউ এমনও বলে দিয়েছেন যে, আইপিএলে শুরুর দিকে অনিশ্চিত তিনি। যা শোনার পর থেকে কলকাতা নাইট রাইডার্সের (KKR) সমর্থকেরা মুষড়ে পড়েছিলেন। তাহলে কি এবারও দলের সেরা ব্যাটারকে ছাড়া অভিযানে নামতে হবে?
সব উদ্বেগ, আশঙ্কা উড়িয়ে শনিবার রাতে কলকাতায় পৌঁছে গেলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। রাত দশটা নাগাদ বাইপাসের ধারে টিম হোটেলে চেক ইন করেছেন মুম্বইয়ের তারকা ক্রিকেটার। রবিবার থেকে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) প্র্যাক্টিসে নেমে পড়তে পারেন তিনি।
তবে কোনও কোনও মহল থেকে পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না। পারছে না কারণ, রঞ্জি ট্রফিতে এই পিঠের চোটের জন্যই দুটি ম্যাচ খেলতে পারেননি শ্রেয়স। মুম্বই রঞ্জি শিবির থেকে বলা হয়েছিল, টানা ৩০-৪০ মিনিটের বেশি নাকি ব্যাটই ধরতে পারছেন না শ্রেয়স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে রঞ্জি ফাইনালে প্রথম ইনিংসে রান পাননি শ্রেয়স। দ্বিতীয় ইনিংসে অবশ্য ভীষণ গুরুত্বপূর্ণ ৯৫ রান করেন। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর।
সেই ইনিংস খেলার ফাঁকে অবশ্য শ্রেয়সকে ভুগতেও হয়েছে। বার দুয়েক মাঠে ফিজিওকে ডেকে পাঠিয়ে শুশ্রূষা করাতে হয়েছে। মুম্বইয়ের হয়ে ম্যাচের শেষ দু'দিন ফিল্ডিং করতে পারেননি শ্রেয়স।
গত আইপিএলের আগে পিঠে অস্ত্রোপচার করাতে হয়েছিল শ্রেয়সকে। বেশ কয়েকমাসের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি। তাঁর পরিবর্তে কেকেআর অধিনায়ক করেছিল নীতীশ রানাকে। যদিও কেকেআরের পারফরম্যান্স বলার মতো হয়নি। প্লে অফে উঠতে ব্যর্থ হয়েছিলেন নাইটরা।
শুক্রবার, ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রস্তুতি শিবিরের প্রথম দিন মেন্টর গৌতম গম্ভীরকে দেখা গিয়েছিল দীর্ঘক্ষণ নীতীশের সঙ্গে আলোচনা করছেন। অনেকের যা দেখে মনে হয়েছিল, টুর্নামেন্টের শুরুর দিকে শ্রেয়সকে পাওয়া যাবে না ধরে নিয়ে হয়তো প্ল্যান বি সাজাচ্ছে কেকেআর। যদিও নাইট শিবির থেকে শ্রেয়সকে নিয়ে আশঙ্কা বারবার উড়িয়ে দেওয়া হয়েছে।
নাইট ভক্তরা আপাতত রবিবারের দিকে তাকিয়ে। তিনি, শ্রেয়স আইয়ার, নাইট-নেতা কি স্বচ্ছন্দে ব্যাটিং শুরু করে দেবেন নেটে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন।
আরও পড়ুন: IPL 2024: ২৪ ঘণ্টা বিমানযাত্রা করে কলকাতা পৌঁছেও ইডেনে ছক্কার বৃষ্টি মাসল রাসেলের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে