Gautam Gambhir: সুখী ড্রেসিংরুমেই লুকিয়ে সাফল্যের রহস্য, বিরাট মন্ত্র ফাঁস করলেন কেকেআরের মেন্টর
IPL 2024: কলকাতা নাইট রাইডার্সের তরুণ তুর্কিদের ব্রিগেড শুরুতেই সুপারহিট। প্রত্যেকেই যেন নীরব শপথ নিয়ে রেখেছেন, হাম কিসিসে কম নহী।
সন্দীপ সরকার, কলকাতা: আইপিএলে (IPL 2024) রেকর্ড দাম পাওয়া মিচেল স্টার্ক মার খাচ্ছেন! মুশকিল আসান হয়ে হাজির হর্ষিত রানা। শেষ ওভারে রুদ্ধশ্বাস ম্যাচ জেতাচ্ছেন। ময়ঙ্ক আগরওয়ালকে আউট করে ফ্লাইং কিস দিচ্ছেন। হেনরিখ ক্লাসেনের উইকেট নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলছেন। সে এক অদ্ভূত ফ্ল্যামবয়েন্স।
নীতীশ রানার (Nitish Rana) চোট। গতবারের অধিনায়কের আঙুলের এমন অবস্থা যে, ব্যাটই ধরতে পারছেন না। মিডল অর্ডার সামলাবেন কে? কোই বাত নহী। ম্যায় হুঁ না বলে ঝাঁপিয়ে পড়ছেন অঙ্গকৃষ রঘুবংশী। আইপিএলের আগে তাঁর নাম খুব একটা কেউ শুনেছেন বলে জানা যায় না। অথচ ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলে দিচ্ছেন।
মাঝে হর্ষিত রানারও চোট লেগেছিল। তখন আবার বৈভব অরোরা দুরন্ত বোলিং করেছেন।
কলকাতা নাইট রাইডার্সের তরুণ তুর্কিদের ব্রিগেড শুরুতেই সুপারহিট। প্রত্যেকেই যেন নীরব শপথ নিয়ে রেখেছেন, হাম কিসিসে কম নহী।
তরুণ ক্রিকেটারেরা চাপের মুখে পারফর্ম করছেন, দায়িত্ব নিয়ে কী মন্ত্র দিলেন? শনিবার এবিপি লাইভ বাংলা যখন গৌতম গম্ভীরকে প্রশ্নটা করল, ইডেনের চার তলার কনফারেন্স রুমে যেন পিন পড়লেও আওয়াজ পাওয়া যাবে। মেন্টরের কথা শুনতে সকলে মুখিয়ে রয়েছেন। গম্ভীর হাসলেন। খানিকটা স্বভাববিরুদ্ধভাবেই। তারপর বললেন, 'আমি শুধু ওদের দক্ষতার কথা মনে করিয়ে দিয়েছি। সেই কারণেই তো ওরা ড্রেসিংরুমে রয়েছে। ভাল ক্রিকেটার হতে গেলে চাপের মুখে ভাল খেলতেই হবে। আইপিএলে দুর্দান্ত মানের প্রতিদ্বন্দ্বিতা হয়। উচ্চমানের ক্রিকেট খেলা হয়। আন্তর্জাতিক ক্রিকেটের সমতুল্য মান। তরুণরা সেই চাপে পারফর্ম করলে অবশ্যই তারা ভাল জায়গায় থাকবে। আত্মবিশ্বাস বাড়বে।'
গম্ভীর এবারই মেন্টর হিসাবে কেকেআরের দায়িত্ব নিয়েছেন। তারপর থেকেই যেন ছবিটা বদলে গিয়েছে। গৌতি বলছেন, 'মাঠে গিয়ে নিজের ওপর বিশ্বাস দেখানোটাই জরুরি। হাতে বল পেলে তোমাকে ভাবতেই হবে যে, ব্যাটারের চেয়ে তুমি ভাল। মেন্টর বা কোচ শুধু কয়েকটা ব্যাপারে কথা বলতে পারে। তবে তরুণ ক্রিকেটারদের নিশ্চয়তা দিতে হয়। ড্রেসিংরুনমে অনিশ্চয়তা না থাকলে তা সুখী ড্রেসিংরুম হয়। আর সুখী ড্রেসিংরুমই ম্যাচ জেতে।'
রবিবার ঘরের মাঠে কেকেআরের সামনে লখনউ সুপার জায়ান্টস। যে দলের মেন্টর হিসাবে গত মরশুম পর্যন্ত ছিলেন গম্ভীরই। রবিবার কে এল রাহুলরা মাঠে নামবেন সবুজ-মেরুন জার্সি পরে। যেহেতু দলের মালিক সঞ্জী গোয়েঙ্কা। যিনি মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধারও। তাই মোহনবাগান আবেগের পালে হাওয়া দিতে তৎপর এলএসজি।
গম্ভীর অবশ্য বাস্তববাদী। আবেগের বড় একটা ধার ধারেন না। ম্যাচ জিতেই তিনি মাঠ ছাড়তে চান। লখনউয়ের বিরুদ্ধেও লড়কে লেঙ্গে মানসিকতা নিয়েই নামবেন গুরু গম্ভীরের নাইটরা।
আরও পড়ুন: ভারতে তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনার জন্য উদ্যোগী লা লিগা, হাত মেলাল ভবানীপুর ক্লাব
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।