IPL 2024: স্টার্ক বনাম বাটলার ডুয়েল আজ ইডেনের ২২ গজে, টিভিতে চোখ রাখার সময়টা জানেন তো?
KKR vs RR, IPL 2024: রাজস্থান তাঁদের একমাত্র ম্য়াচ হেরেছে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। অন্য়দিকে সিএসকের বিরুদ্ধে চিপকে হারতে হয়েছিল শ্রেয়স আইয়ারের দলকে।

কলকাতা: আইপিএলে এক ও দুইয়ের লড়াই। এখনও পর্যন্ত আইপিএলে (IPL 2024) দুটো দলই একটি করে ম্য়াচ হেরেছে। ৫ ম্য়াচ খেলে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) জিতেছে চার ম্য়াচে। অন্য়দিকে চার ম্য়াচ খেলে কেকেআর (Kolkata Knight Riders) জিতেছে ৩ ম্য়াচে। রাজস্থান তাঁদের একমাত্র ম্য়াচ হেরেছে গুজরাত টাইটান্সের(Gujrat Titans) বিরুদ্ধে। অন্য়দিকে সিএসকের বিরুদ্ধে চিপকে হারতে হয়েছিল শ্রেয়স আইয়ারের দলকে। আজ নিজেদের ঘরের মাঠে কেকেআর খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। স্টার্ক বনাম বাটলার, নারাইন বনাম স্যামসন ডুয়েলের জন্য কিন্তু পারদ চরছে তিলোত্তমায়।
কাদের ম্যাচ?
কাল আইপিএলে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস
কোথায় খেলা?
খেলাটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে ৭টায় টস আয়োজিত হবে।
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই সিরিজ়।
এবারের আইপিএল রীতিমত রেকর্ড ভাঙা গড়ার টুর্নামেন্ট। গতকালই টুর্নামেন্টের ইতিহাসে এক ইনিংসে সর্বাধিক রান বোর্ডে তোলার নজির গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ২৮৭ রান তাড়া বোর্ডে তুলেছিল। সেই রান তাড়া করতে নেমে আরসিবিও ২৬২ রান তুলে ফেলেছিল। এমনকী একটি ম্য়াচে টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক ছক্কা দেখা গিয়েছে গতকাল। হেড, ক্লাসেন, বিরাট, ফাফরা মিলে মোট ৩৮টি ছক্কা হাঁকিয়েছেন গতকাল। অর্থাৎ এবারের টুর্নামেন্ট যে ব্যাটাররাই তাঁদের সাম্রাজ্য বিস্তার করে চলেছেন, তা বলাই বাহুল্য। আজ ইডেনেও কিন্তু চার-ছক্কার ঝড় উঠতে পারে। রাজস্থান শিবিরে আছেন বাটলার, হেটমায়ার, স্যামসন, রিয়ানরা। অন্য়দিকে কেকেআর শিবিরে আছেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন। গৌতম গম্ভীর মেন্টর হয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার পর থেকেই নারাইন ব্য়াট হাতে ঝড় তোলা শুরু করেছেন। পাওয়ার প্লে-তে দুর্দান্ত ব্যাটিং করছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। রাসেল, রিঙ্কু তো আছেনই মিডল অর্ডারে। আগের দিন যদিও রিঙ্কুকে একাদশে রাখা হয়নি। তবে আজকের ম্য়াচ কিন্তু কেকেআরের ব্যাটিং লাইন আপের কাছে বড় পরীক্ষার হতে পারে। কারণ রাজস্থান শিবিরে আছেন বোল্ট, বার্গার, চাহালের মত বিশ্বমানের বোলাররা। ঘরের মাঠে আগের ম্য়াচে লখনউ বধ হয়েছে। এবার লক্ষ্য রাজস্থান বধ করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
