IPL 2024: আইপিএল চলাকালীনই দেশে ফিরে গেলেন ইংরেজ তারকা, কেন আচমকা এই সিদ্ধান্ত?
Liam Livingstone: গত দু'বছর ধরেই চোট আঘাতে জর্জরিত লিভিংস্টোন। চলতি আইপিএলেও শুরুর দিকে পাঞ্জাব কিংসের দুটি ম্যাচে খেলতে পারেননি তিনি।
মোহালি: আইপিএল (IPL 2024) চলাকালীনই ভারত ছাড়লেন লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone)। তাঁর দল পাঞ্জাব কিংস (Punjab Kings) আইপিএলের প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তবে এখনও দুটি ম্যাচ বাকি প্রীতি জিন্টার দলের। পয়েন্ট টেবিলে সকলের শেষে রয়েছে পাঞ্জাব। শেষ দুটি ম্যাচে খেলবেন না লিভিংস্টোন। আইপিএলের পরেই জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের আগে নিজের হাঁটুর চোট সারাতে তৎপর ইংরেজ তারকা।
গত দু'বছর ধরেই চোট আঘাতে জর্জরিত লিভিংস্টোন। চলতি আইপিএলেও শুরুর দিকে পাঞ্জাব কিংসের দুটি ম্যাচে খেলতে পারেননি তিনি। পরে বিদেশি ক্রিকেটারদের নিয়ে কৌশল বদল করায় পাঞ্জাব কিংসের দল থেকে বাদ পড়েন লিভিংস্টোন। তবে বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে খেলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় নিজের দেশে ফেরার কথা জানিয়েছেন লিভিংস্টোনই। লিখেছেন, 'আর এক মরশুমের জন্য আইপিএল শেষ হল। আগামী বিশ্বকাপের আগে হাঁটুর চোটের শুশ্রূষা করতে হবে। পাঞ্জাব কিংসের সমর্থকদের ধন্যবাদ। তাঁদের নিঃশর্ত ভালবাসা ও সমর্থনের জন্য। দল হিসাবে আমাদের মরশুমটা খুব হতাশাজনক কেটেছে। ব্যক্তিগতভাবেও খারাপ গিয়েছে আমার। তবু আইপিএলে খেলা প্রত্যেক মিনিট আমি উপভোগ করেছি।'
১২ ম্যাচ খেলে মাত্র ৪টি জয়, আটটি হার - প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে পাঞ্জাব কিংস। সূত্রের খবর, লিভিংস্টোনের হাঁটুর অবস্থা এতটা খারাপও নয় যে, টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হবে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের বিরুদ্ধে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। তার আগে বিশ্রাম প্রয়োজন লিভিংস্টোনের।
পাঞ্জাব কিংসের জার্সিতে অবশ্য এই আইপিএলে একেবারেই নজর কাড়তে পারেননি লিভিংস্টোন। সাত ইনিংসে ১১১ রান করেছেন তিনি। মাত্র ২২.২০ গড়ে। ১৪২.৩০ স্ট্রাইক রেটে। পাশাপাশি বল হাতে নিয়েছেন মাত্র ৩ উইকেট। সব মিলিয়ে ১২ ওভার বল করেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর সময়টা ভাল যাচ্ছে না। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে এমআই কেপ টাউনের হয়ে কিংবা শারজা ওয়ারিয়র্সের হয়েও নজর কাড়তে পারেননি লিভিংস্টোন।
View this post on Instagram
আইপিএলে খেলা অন্যান্য ইংরেজ ক্রিকেটারেরা - মঈন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, স্যাম কারান, উইল জ্যাকস, ফিল সল্ট ও রিস টপলিও কয়েকদিনের মধ্যেই আইপিএল ছেড়ে দেশে ফিরবেন। জাতীয় দলের শিবিরে যোগ দেওয়ার জন্য। ২২ মে হেডিংলেতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ইংল্যান্ডের। তার আগে দলের সকলে একত্রিত হবেন।
আরও পড়ুন: সারারাত না খেয়ে ছিলেন কেকেআর ক্রিকেটারেরা! চাঞ্চল্যকর স্বীকারোক্তি নাইট তারকার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।