IPL 2024: ব্রুকের পরিবর্ত হিসাবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারকে নিল পন্থের দিল্লি ক্যাপিটালস
Lizaad Williams: ব্রুকের পরিবর্ত হিসাবে এবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারকে সই করাল দিল্লি ক্যাপিটালস। সোমবার ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হল, বাকি আইপিএলে তাদের হয়ে খেলবেন প্রোটিয়া তারকা।
নয়াদিল্লি: গত আইপিএলে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) তাঁর বিধ্বংসী ইনিংস কলকাতা নাইট রাইডার্সকে (KKR) জোরাল ধাক্কা দিয়েছিল। ঘরের মাঠে ম্যাচ হেরে গিয়েছিল কেকেআর। ইংল্যান্ডের সেই হ্যারি ব্রুককে এবার দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন ব্রুক। জানা গিয়েছিল, ঠাকুমা মারা যাওয়ায় মানসিকভাবে বিধ্বস্ত ব্রুক। তাই আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
সেই ব্রুকের পরিবর্ত হিসাবে এবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারকে সই করাল দিল্লি ক্যাপিটালস। সোমবার ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হল, বাকি আইপিএলে তাদের হয়ে খেলবেন প্রোটিয়া তারকা লিজাড উইলিয়ামস (Lizaad Williams)। ন্যূনতম দর ৫০ লক্ষ টাকাতেই দিল্লি দলে যোগ দিলেন তিনি। ৪ কোটি টাকায় ব্রুককে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস।
আইপিএলের প্রথম ২ সপ্তাহে ৫ ম্যাচ খেলে ফেলেছে দিল্লি ক্যাপিটালস। তার মধ্যে চারটিতে হেরে ঋষভ পন্থরা যখন কোণঠাসা, ব্রুকের পরিবর্ত হিসেবে নতুন ক্রিকেটার দলে নেওয়ার কথা ঘোষণা করা হল দিল্লি শিবির থেকে। তারা হ্যারি ব্রুকের বদলে দলে নিল দক্ষিণ আফ্রিকার ডান হাতি পেসার লিজাড উইলিয়ামসকে।
🚨 Announcement 🚨
— Delhi Capitals (@DelhiCapitals) April 8, 2024
The 🇿🇦 speedster, Lizaad Williams is all set to ROAR for us this season 🙌
He comes into our squad as a replacement for 🏴's Harry Brook ↩️
#YehHaiNayiDilli #IPL2024 pic.twitter.com/0HgHi67ZLQ
ডিসেম্বর মাসে মিনি নিলামে আইপিএলে কোনও দল না পেলেও টুর্নামেন্টের মাঝপথে পরিবর্ত ক্রিকেটার হিসেবে আইপিএলের আঙিনায় প্রবেশ করলেন লিজাড উইলিয়ামস। হ্যারি ব্রুকের তুলনায় অনেক কম টাকাতেই তাঁকে পেয়ে গেল দিল্লি। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হয় লিজাড উইলিয়ামসের। তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে এখনও পর্যন্ত ২টি টেস্ট, ৪টি ওয়ান ডে ও ১১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ৩টি, ওয়ান ডে ক্রিকেটে ৫টি ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১৬টি উইকেট নিয়েছেন তারকা পেসার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: নিজেই নিজেকে বিশ্বের সেরা বলেন, প্রীতির দলকে আরও বিপজ্জনক করে তুলেছেন শশাঙ্ক