Goenka With Rahul: ম্যাচের পর রাহুলকে তুলোধনা মালিক গোয়েঙ্কার, ভিডিও দেখে ছিছিক্কার ক্রিকেটপ্রেমীদের
IPL 2024: বুধবার হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের পর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
হায়দরাবাদ: ম্যাচ তখন সবে শেষ হয়েছে। বিষণ্ণ মুখ করে দাঁড়িয়ে রয়েছেন কে এল রাহুল (KL Rahul)। যিনি অধিনায়ক হিসাবে সানরাইজার্স হায়দরাবাদের (SRH vs LSG) কাছে ১০ উইকেটে পরাজয় হজম করেছেন। তাঁকে কোথায় সান্ত্বনা দেবেন, লখনউ সুপার জায়ান্টসের অন্যতম মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjeev Goenka) দেখা গেল রাহুলের পাশে। হাত পা নাড়িয়ে প্রবল উত্তেজিতভাবে কথা বলছেন। রাহুল তাঁকে কিছু একটা বলার চেষ্টা করছেন। কিন্তু শোনার মেজাজেই নেই শিল্পপতি গোয়েঙ্কা। কার্যত তুলোধনা করার মেজাজে কথা বলে চলেছেন। দূর থেকে দেখে মনে হচ্ছে, সুর ও মেজাজ - দুই-ই সপ্তমে।
বুধবার হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের পর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রচুর মানুষ শেয়ার করছেন। সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে ছিছিক্কার পড়ে গিয়েছে। লেখালিখি হচ্ছে, দলের মালিক কি এইভাবে কথা বলতে পারেন আন্তর্জাতিক ক্রিকেট খেলা কোনও তারকার সঙ্গে!
ঘটনাটি হায়দরাবাদ বনাম লখনউ ম্য়াচ শেষ হওয়ার ঠিক পরেই। প্রথমে ব্যাট করে ১৬৫/৪ তুলেছিল লখনউ। দ্রুত চার উইকেট পড়ে যাওয়ার পর অবিচ্ছেদ্য পঞ্চম উইকেটে ৫২ বলে ৯৯ রান যোগ করে লখনউকে লড়াইয়ে ফেরান আয়ুষ বাদোনি ও নিকোলাস পুরান। তবু সেই রান যথেষ্ট ছিল না হায়দরাবাদের ব্যাটিং ঝড় আটকাতে। ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার বিস্ফোরক ইনিংসে ৬২ বল বাকি থাকতে কোনও উইকেট না হারিয়ে ম্যাচ জেতে হায়দরাবাদ। তারপরই মেজাজ হারাতে দেখা যায় গোয়েঙ্কাকে।
"KL has done well, hasn't he? To keep his cool here" (Commentators)
— Jyotirmay Das (@dasjy0tirmay) May 8, 2024
It's sad to see him like this 💔 #KLRahul
pic.twitter.com/DWKYJyNoGs
মঙ্গলবারই রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন আউট হওয়ার পর মাঠ থেকে বেরিয়ে যেতে বলে সমালোচিত হয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের মালিক পার্থ জিন্দল। এবার কাঠগড়ায় লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। তবে গোটা কথোপকথনের সময় রাহুল যে রকম ঠান্ডা মেজাজে ছিলেন, তার প্রশংসা শোনা গিয়েছে ধারাভাষ্যকারদের মুখেও।
এমনকী সঞ্জীব গোয়েঙ্কার এমন আচরণ সমর্থন করেননি ক্রিকেট বিশেষজ্ঞরাও। আইপিএলের কমেন্ট্রির দায়িত্বে থাকা গ্রেম স্মিথ যেমন বলেই দিলেন যে, ''এমন ঘটনা ভীষণভাবে অনভিপ্রেত। বন্ধ দরজার ঘরেই এমন আলোচনা হওয়া উচিত ছিল। এখন স্টেডিয়ামে কত ক্যামেরা থাকে। সবকিছুই এখন ক্যামেরায় ধরা পড়ে যায়। আপনি জানেন যে রাহুলকে এখন সাংবাদিক বৈঠকে যেতে হবে এবং আরও অনেক কাজ করতে হবে। তখনই আপনি ওকে এসব বোঝানো শুরু করলেন?''
প্রাক্তন কিউয়ি তারকা স্কট স্টাইরিস বলেন, ''হয়ত নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন উনি। কিন্তু এমন আচরণ কখনওই কাম্য নয়।'' এই পুরো বিষয়ের সমালোচনা করেছেন ব্রেট লি-ও। উল্লেখ্য, এর আগে পুণে সুপারাজায়ান্টসের মালিক থাকাকালিন একটা মরশুমে খারাপ ফলের জন্য মহেন্দ্র সিংহ ধোনিকেও সরিয়ে দিয়েছিলেন গোয়েঙ্কা। এবার আরও একবার বিতর্কের কেন্দ্রে তিনি।
আরও পড়ুন: ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ গম্ভীর-রিঙ্কুর, কলকাতায় পৌঁছেই দুঃসংবাদ পেলেন রোহিত-হার্দিকরা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
রোল নম্বর দিয়ে উচ্চমাধ্যমিকের রেজ়াল্ট দেখুন: