IPL 2024: চোট পেয়ে আইপিএলে অনিশ্চিত পাথিরানা, দায়িত্ব বাড়তে পারে মুস্তাফিজের
Chennai Super Kings: সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে শ্রীলঙ্কা শিবির। টিম ম্য়ানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে খেলার সময়ই হ্যামস্ট্রিংয়ের চোট পান পাথিরানা।
![IPL 2024: চোট পেয়ে আইপিএলে অনিশ্চিত পাথিরানা, দায়িত্ব বাড়তে পারে মুস্তাফিজের IPL 2024: Matheesha Pathirana injured, Mustafizur Rahman step up for chennai get to know IPL 2024: চোট পেয়ে আইপিএলে অনিশ্চিত পাথিরানা, দায়িত্ব বাড়তে পারে মুস্তাফিজের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/16/714a8b74fc7b95319745e2e08f343cf51710562918237206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চেন্নাই: আইপিএলের (IPL 2024) প্রথম ম্য়াচেই মাঠে নামবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আর মাঠে নামার আগে দলের বোলিং লাইন আপ নিয়ে কিছুটা চিন্তার পরিবেশ। তার অন্যতম কারণ দলের অন্যতম তারকা পেসার মাথিশা পাথিরানার (Matheesha Pathirana) চোট। বাংলাদেশের বিরুদ্ধে সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে শ্রীলঙ্কা শিবির। টিম ম্য়ানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে খেলার সময়ই হ্যামস্ট্রিংয়ের চোট পান পাথিরানা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী ৪-৫ সপ্তাহ হয়ত মাঠের বাইরে থাকতে হবে পাথিরানাকে। ফলে এটুকু নিশ্চিত যে প্রথম দিকের কয়েকটি ম্য়াচে সিএসকে পাবে না এই তরুণ পেসারকে। তার মধ্য়ে সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই নিজেদের দলের সেরা পেস অস্ত্রকে ম্য়াচ ফিট হয়ে ওঠার জন্য সময় দিতে চায় বোর্ড। তাই আইপিএলকে এখানে একেবারেই প্রাধান্য দেওয়া হচ্ছে না।
এদিকে, পাথিরানা ছিটকে যাওয়ায় দায়িত্ব বাড়তে পারে মুস্তাফিজুর রহমনের ওপর। ডেথ ওভারে ভাল বোলার সবসময়ই খুঁজেছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। দলের বোলিং কোচ ডোয়েন ব্র্যাভো নিজেও ডেথ ওভার স্পেশালিস্ট ছিলেন। গত মরশুমে চেন্নাইয়ের জয়ের ক্ষেত্রে পাথিরানার ডেথ ওভারে আঁটােসাঁটো বোলিং অনেকটাই কার্যকরী হয়েছিল। সেখানে তিনি না থাকায় সেই দায়িত্ব বর্তাতে পারে মুস্তাফিজের ওপর। বাংলাদেশের পেসারের পেস ও কাটার যে কোনও ব্যাটারকেই বারবার সমস্যায় ফেলেছে। যদিও আগের মত ধার এখন নেই ফিজের বোলিংয়ে। কিন্তু চেন্নাই থিঙ্কট্যাঙ্ক আশাবাদী যে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চিপকের পিচে মুস্তাফিজ জ্বলে উঠতে পারবেন অবশ্যই। আগামী ২০ মার্চ সিএসকে ক্যাম্পে যোগ দেবেন বাংলাদেশ ক্রিকেটের কাটার মাস্টার।
এদিকে, শ্রীলঙ্কার মাটিতে আরও এক মালিঙ্গার আবির্ভাব। একেবারে অবিকল মালিঙ্গার মত বোলিং অ্যাকশন। ১৭ বছর বয়সি জাফনার সেই ডানহাতি বোলারের নাম কুগাদাস মাথুলান। শ্রীলঙ্কার কলেজ মাঠের একটি ম্য়াচের ভিডিও ভাইরাল হয়েছিল সম্প্রতি। সেখানে কুগাদাস ব্যাটারকে বিধ্বস্ত করে দিয়ে ইয়র্কারে বোল্ড করেন। যা দেখেই চেন্নাই ক্যাম্পে তাঁকে তলব করেন মহেন্দ্র সিংহ ধোনি। ক্যাপ্টেল কুলের নাকি বেশ পছন্দ হয়েছে। মালিঙ্গা বা গত আইপিএলে সিএসকে জার্সিতে নজর কেড়ে নেওয়া পাথিরানার মতো স্লিঙ্গিং অ্যাকশন। নিখুঁত ইয়র্কার করতে পারেন। যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে কুগাদাস শুধু ব্যাটারকে বোল্ডই করছেন না, রীতিমতো মাটিতে ফেলে দিচ্ছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)