IPL 2024: আইপিএলে খেলবেন না এই অজি তারকা? চাপ বাড়ল গুজরাত টাইটান্সের?
Gujrat Titans 2024: গুজরাত টাইটান্স তাঁদের নতুন অধিনায়কের অধীনে আগামী মরশুমে খেলতে নামবে আইপিএলে। শুভমন গিলকে দেখা যাবে দলের নেতৃত্ব দিতে।
আমদাবাদ: আইপিএলের দামামা বেজে গিয়েছে। আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল মরশুম। চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের পরই ভারতীয় দলের ক্রিকেটাররা যোগ দেবেন তাঁদের আইপিএলের প্রস্তুতিতে। গুজরাত টাইটান্স (Gujrat Titans) তাঁদের নতুন অধিনায়কের অধীনে আগামী মরশুমে খেলতে নামবে আইপিএলে। শুভমন গিলকে দেখা যাবে দলের নেতৃত্ব দিতে। তবে মরশুমর শুরুর আগেই হাল্কা ধাক্কা গুজরাত শিবিরের জন্য। প্রথম ম্য়াচে খেলতে পারবেন না অজি তারকা শুভমন গিল (Subhman Gill)।
অস্ট্রেলিয়ার এই উইকেট কিপার ব্যাটার শেফিল্ড শিল্ডের ফাইনালে অংশ নিতে চান। তার জন্যই তিনি গুজরাত টাইটান্সের প্রথম ম্য়াচে খেলতে পারবেন না। টুর্নামেন্টে তাসমানিয়া ফাইনালে উঠেছে। আর এই দলের হয়ে খেলেন ওয়েড। আগামী ২১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত চলবে শেফিল্ড শিল্ডের ফাইনাল ম্য়াচ। আর গুজরাতের আইপিএলে প্রথম ম্য়াচও ২৫ তারিখ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। দ্বিতীয় ম্য়াচেও ওয়েড থাকবেন কিনা গুজরাত শিবিরের সঙ্গে, তা নিয়ে সন্দেহ রয়েছে। আগামী ২৭ মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে গুজরাত শিবির। এরপর আগামী ৩১ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে গুজরাত শিবির। সেই ম্য়াচের আগে হয়ত দলের সঙ্গে যোগ দেবেন ওয়েড। তাসমানিয়ার হেডকোচ জানিয়ে দিয়েছেন যে, ওয়েড ইতিমধ্যেই গুজরাত ফ্র্যাঞ্চাইজি ও আইপিএল কমিটিকে জানিয়েছেন যে তিনি শেফিল্ড শিল্ডের ফাইনালে অংশ নিতে চান। ১০ বছর ভিক্টোরিয়ার হয়ে খেলেছিলেন ওয়েড। এরপর ২০১৭-১৮ মরশুমে তাসমানিয়ায় ফিরে আসেন ওয়েড। সেবার ফাইনালে উঠেছিল দল। কুইন্সল্যান্ডের বিরুদ্ধে ওয়েডের দলকে হারতে হয় সেই ফাইনালে।
উল্লেখ্য, নিলামের আগেই এবার হার্দিক পাণ্ড্য গুজরাত শিবির ছেড়েছেন। তিনি নতুন মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে খেলতে নামবেন। মুম্বই তাঁদের পাঁচবারে খেতাবজয়ী অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে দিয়েছে অধিনায়কত্ব থেকে। যা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরাও বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়াও এবারের মরশুমে গুজরাত পাবে না দলের তারকা পেসার মহম্মদ শামিকে। চোটের জন্য তিনি ছিটকে গিয়েছিলেন দীর্ঘদিন ধরেই। অস্ত্রোপচার হলেও এখনও পুরোপুরি ফিট নন শামি। দেখা যাক নতুন অধিনায়কের অধীনে কেমন খেলে গুজরাত শিবির।
আগামী ২২ মার্চ এবারের আইপিএলের প্রথম ম্য়াচে চেন্নাই সুপার কিংস তাঁদের ঘরের মাঠে পি চিদাম্বরম স্টেডিয়ামে খেলতে নামবে। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর।