IPL 2024: কে কী বলল পরোয়া করি না, বলছেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার
Mitchell Starc: কেকেআরের মেন্টর গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) সাংবাদিক বৈঠকে বলতে হয়েছে, চার ম্যাচের মধ্যে তিনটি জিতেছে দল। তাহলে কেন স্টার্ককে নিয়ে এত কথা হবে?
সন্দীপ সরকার, কলকাতা: এত দাম, সত্যি?
গত ডিসেম্বরে যখন আইপিএলের নিলামে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দামে বিক্রি হলেন মিচেল স্টার্ক, তখন লোকের মুখে মুখে ফিরছিল বছর কয়েক আগে কলকাতার এক দুর্গাপুজোর সেই বিখ্যাত ট্যাগলাইন।
তার ওপর যখন সেই পেসার কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে প্রথম দুই ম্যাচে একশো রান খরচ করলেন এবং কোনও উইকেট পেলেন না, তখন তো রীতিমতো বল ধরে ধরে টাকার হিসেব কষাও হয়েছে। কেকেআরের মেন্টর গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) সাংবাদিক বৈঠকে বলতে হয়েছে, চার ম্যাচের মধ্যে তিনটি জিতেছে দল। তাহলে কেন স্টার্ককে নিয়ে এত কথা হবে?
সেই স্টার্ক অবশ্য পারফরম্যান্স দিয়ে সব সমালোচনার জবাব দিলেন। বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঝলক দেখিয়েছিলেন। রবিবার ইডেন গার্ডেন্সে দেখালেন, ছন্দে থাকলে তিনি কতটা ভয়ানক হয়ে উঠতে পারেন। ৪ ওভারে মাত্র ২৮ রান খরচ করে তিন উইকেট। স্টার্কের গতি আর স্যুইংয়ের হদিশই ছিল না লখনউ সুপার জায়ান্টসের ব্যাটারদের কাছে। যেভাবে শেষ ওভারে আর্শাদ খানের স্টাম্প ভেঙে দিলেন, তাতেই যেন সাফল্যের সংকল্প ফুটে উঠছিল।
Class is permanent! 🤌 pic.twitter.com/tFzREIV9Iw
— KolkataKnightRiders (@KKRiders) April 14, 2024
ইডেনে লখনউ সুপার জায়ান্টসকে কার্যত একপেশেভাবে ম্যাচ হারিয়ে উঠে স্টার্ককে শুনতে হল, এত সমালোচনা, দাম নিয়ে এত চর্চায় সমস্যা হয় না? স্টার্ক বললেন, 'আমি পরোয়া করি না। বাইরে কোথায় কী আলোচনা হচ্ছে শুনিই না।'
গত ডিসেম্বরে আইপিএলের মিনি নিলামে ঝড় উঠেছিল তাঁকে নিয়ে। রেকর্ড ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনে নিয়েছিল কেকেআর (KKR)। আইপিএলের ইতিহাসে এত দাম আগের ১৭ বছর কেউ কখনও পাননি। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মারাও নয়।
রবিবারের আগে পর্যন্ত চার ম্যাচে ১৪ ওভার হাত ঘুরিয়ে ১৫৪ রান খরচ করেছিলেন স্টার্ক। সাফল্যের ঝুলিতে ছিল মাত্র দুই শিকার। তাও সেই দুটিই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে। বাকি তিন ম্যাচে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দাম পাওয়া পেসারের ঝুলি ফাঁকাই ছিল। রবিবার সব খামতি পূরণ করলেন অজি তারকা। সেই সঙ্গে যেন বুঝিয়ে দিলেন, পিকচার অভি বাকি হ্যায়...
আরও পড়ুন: শাহরুখের সামনে কেকেআরের শাপমুক্তি, লখনউকে দুরমুশ করে মহার্ঘ ২ পয়েন্ট
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।