IPL 2024: কারও পৌষমাস, কারও সর্বনাশ! টি-২০ ক্রিকেট নিয়ে কী পর্যবেক্ষণ অশ্বিনের?
R Ashwin: চলতি আইপিএলে (IPL 2024) একের পর এক কীর্তি হয়ে চলেছে। এবং সবই ব্যাট হাতে। এক ইনিংসে সর্বোচ্চ রান। সবচেয়ে বেশি রান তাড়া করে জয়। টি-টোয়েন্টি ক্রিকেট পুরোটাই যেন ব্যাটার নির্ভর হয়ে উঠছে।
জয়পুর: চলতি আইপিএলে (IPL 2024) একের পর এক কীর্তি হয়ে চলেছে। এবং সবই ব্যাট হাতে। এক ইনিংসে সর্বোচ্চ রান। সবচেয়ে বেশি রান তাড়া করে জয়। টি-টোয়েন্টি ক্রিকেট পুরোটাই যেন ব্যাটার নির্ভর হয়ে উঠছে।
মাঠগুলো কি সব ছোট হয়ে গিয়েছে? ব্যাটারদের দাপট দেখে প্রশ্ন করছেন অনেকে। 'বিজ্ঞাপনদাতাদের এলইডি বোর্ড লাগানোর জন্য মাঠ চারদিক থেকে ১০ গজ করে ছোট হয়ে গিয়েছে ঠিকই,' বলেছেন রাজস্থান রয়্যালসের তারকা স্পিনার আর অশ্বিন (R Ashwin)। যোগ করেছেন, 'তবে আধুনিক ক্রিকেটে স্টেডিয়ামের আকার আকৃতি আর গুরুত্বপূর্ণ নয়। আগে যে ব্যাটে গলি ক্রিকেট খেলা হতো, ম্যাচেও সেই ব্যাট ব্যবহার করা হতো। তবে এখন ব্যাট অনেক উন্নত। খেলাটা বড় একপেশে হয়ে পড়ছে। কারও দুর্দশা অন্য় কারও কাছে দারুণ সময় হয়ে দাঁড়াচ্ছে। বোলারদের মানসিক উৎসাহ প্রয়োজন।'
তারকা অফস্পিনার সাফ জানিয়ে দিয়েছেন, আধিনুক টি-টোয়েন্টি ক্রিকেট পুরোটাই ব্যাটিং নির্ভর হয়ে পড়ছে। আর বোলারদের কাছে হয়ে উঠছে দুঃসহ। চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ এক ম্যাচে ২৭৭ রান করে রেকর্ড গড়েছিল। পরে সেই রেকর্ড ভেঙে নিজেরাই ২৮৭ তোলে। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম এসে যাওয়ায় দলগুলি আটজন করে ব্যাটার খেলানোর স্বাধীনতা পেয়ে যাচ্ছে।
তবে প্রতিভাবান বোলাররা যে তার মধ্যেও নজর কেড়ে নেবেন, জানিয়েছেন অশ্বিন। রাজস্থান রয়্যালসের এক অনুষ্ঠানে অশ্বিন বলেছেন, 'খেলার ভারসাম্য বদলে যাচ্ছে আর বোলারদের তার জবাব খুঁজে বার করতে হবে। নিজেকে আলাদা করে চেনাতেই হবে।' ব্যাটারদের বল মারার দক্ষতা দেখে যে তিনি মাঝে মধ্যে হতবাক হয়ে যান, জানিয়েছেন অশ্বিন। বলেছেন, 'আইপিএলে দলগুলি গড়ে যা রান তুলছে তা দেখলে লক্ষ্য করবেন, আমরা (রাজস্থান রয়্যালস) কম রান দিয়েছি। জয়পুরে একটা ম্যাচে আমরা ১৮০ রানের পুঁজি রক্ষা করেছিলাম। যেটা বড় কৃতিত্বের। তবে অবশ্য বল হিটিং দক্ষতা পাল্টে গিয়েছে। দিনের শেষে দর্শকেরা মাঠে আসেন চার-ছক্কা দেখতে।'
অশ্বিন আরও বলেছেন, 'জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামের সীমানা বিরাট বড়। সেটা দেখে ধ্রুব জুরেল বলেছিল, ভাইয়া, কী বড় মাঠ। আমি ওকে বলেছিলাম, অন্য কোনও মাঠ এত বড় হোক। আমার কেরিয়ারের এই পর্বে এত বড় মাঠের বাউন্ডারিতে পৌঁছতে বাইসাইকেল লাগবে আমার।'
আরও পড়ুন: স্ত্রীকে কোথায় লুকিয়ে রেখেছিলে? স্টার্ককে প্রশ্ন কেকেআর তারকার, কী জবাব অজ়ি পেসারের?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।