এক্সপ্লোর
Advertisement
IPL 2024: প্রত্যেক ছক্কায় ঘরে ঘরে সৌরবিদ্যুৎ, মহিলাদের উন্নয়ন, অভিনব উদ্যোগ নিল আইপিএলের এই দল
Rajasthan Royals: আরসিবি বনাম রাজস্থান ম্যাচের প্রত্যেক টিকিটের থেকে একশো টাকা করে খরচ হবে। পাশাপাশি সেই ম্যাচের জন্য বিক্রি করা হবে বিশেষ জার্সি, যে অর্থের পুরোটাই তুলে দেওয়া হবে ওই প্রকল্পে।
জয়পুর: কলকাতা নাইট রাইডার্স (KKR) একটা সময় পরিবেশরক্ষায় অনেক কাজ করেছে। কেকেআর ক্রিকেটারদের মারা প্রত্যেক ছক্কার জন্য বৃক্ষরোপণের মতো উদ্যোগ নিয়েছিল শাহরুখ খান, জুহি চাওলার দল।
এবার অভিনব এক উদ্যোগ নিল রাজস্থান রয়্যালসও (Rajasthan Royals)। রাজস্থানে মহিলাদের বিকাশ ও উন্নয়নের জন্য বিশেষ এক ঘোষণা করল সঞ্জু স্যামসনদের (Sanju Samson) দল। শনিবার জয়পুরে ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিদের (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে ম্যাচ :ছিল রাজস্থান রয়্যালসের। সেই ম্যাচে দুই দলের ক্রিকেটারেরা যে কটা ওভার বাউন্ডারি মারেন, প্রত্যেকটি ছক্কা পিছু রাজস্থানে ৬টি করে বাড়িতে সৌরবিদ্যুতের ব্য়বস্থা করবে রাজস্থান রয়্যালস। যাতে পরিবেশরক্ষা হয়। যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'হ্যাশট্যাগ পিঙ্ক প্রমিস'।
আরসিবির বিরুদ্ধে ম্যাচকে রাজস্থান ও দেশের অন্যত্র মহিলাদের উন্নয়নের কাজে ব্যবহার করতে চেয়েছিল রাজস্থান। এ ব্যাপারে রয়্যাল রাজস্থান ফাউন্ডেশন নামক রাজস্থান রয়্যালসের সামাজিক উদ্যোগকে এগিয়ে দেওয়া হচ্ছে। আরসিবি ম্যাচে বিশেষ জার্সি পরে মাঠে নেমেছিলেন সঞ্জুরা।
পয়েন্ট টেবিলেও ভাল জায়গায় রয়েছে রাজস্থান রয়্যালস। পরপর চার ম্যাচ জিতেছেন সঞ্জু, যশস্বী জয়সওয়ালরা। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রাজস্থান। দুইয়ে কেকেআর।
'অওরত হ্যায় তো ভারত হ্যায়' - ২০১৯ সালে এই প্রকল্প শুরু করেছিল রাজস্থান রয়্যালস। তারপর থেকে এই প্রকল্পে মহিলাদের স্বনির্ভর করে তোলার চেষ্টা করে যাচ্ছে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। রাজ্যজুড়ে মহিলাদের উন্নয়ন, সমান অধিকার, শুদ্ধ পানীয় জল, জীবিকীর বন্দোবস্ত ও মানসিক স্বাস্থ্য নিয়েও কাজ করছে রাজস্থান রয়্যালস। ঘরে ঘরে সৌরবিদ্যুৎ পৌঁছে দিয়ে পরিবেশ রক্ষায় অবদান রাখতে চায় রাজস্থান।
আরসিবি বনাম রাজস্থান ম্যাচের প্রত্যেক টিকিটের থেকে একশো টাকা করে খরচ হবে ওই প্রকল্পে। পাশাপাশি সেই ম্যাচের জন্য বিক্রি করা হবে বিশেষ জার্সি, যে অর্থের পুরোটাই তুলে দেওয়া হবে ওই প্রকল্পে। জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে রাজস্থানী মহিলারা পারফর্ম করেছিলেন। সৌরবিদ্যুতের সাহায্য়ে দেখানো হয়েছিল বালুকা শিল্প।
আরও পড়ুন: কেকেআরকে হারিয়ে দিতে পারত দিল্লি, পন্থের ভুলের খেসারত দিতে হল গোটা দলকে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement