RCB IPL 2024: কীভাবে আজ প্লে অফের টিকিট পেতে পারেন কোহলিরা? কত রানে জিততে হবে? পরে ব্যাট করলে অঙ্ক কী?
IPL 2024: প্লে অফে যাবে কোন দল, নির্ধারিত হবে শনিবারই। যে কারণে এই ম্যাচ নিয়ে প্রবল উৎসাহ। এই ম্যাচকে বলা হচ্ছে আইপিএলের কোয়ার্টার ফাইনাল।
বেঙ্গালুরু: এবারের আইপিএলের (IPL 2024) সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ? যে ম্যাচের ওপর ঝুলছে দুই সুপারস্টারের ভাগ্য? কারা সেই দুই মহাতারকা? মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) ও বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় ক্রিকেটের সেরা দুই মুখ।
শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস (RCB vs CSK)। প্লে অফের দৌড়ে রয়েছে দুই দলই। সামান্য এগিয়ে সিএসকে। পাঁচবারের চ্যাম্পিয়নদের ঝুলিতে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট। আরসিবি ১৩ ম্যাচে ১২ পয়েন্টে দাঁড়িয়ে। প্লে অফে যাবে কোন দল, নির্ধারিত হবে শনিবারই। যে কারণে এই ম্যাচ নিয়ে প্রবল উৎসাহ।
গত কয়েক মরশুমের ছবি বলছে, আরসিবি-সিএসকে ম্যাচ মানেই হবে এক তরফা। চেন্নাই-ই এগিয়ে থেকেছে। গত পাঁচ সাক্ষাতে সিএসকে-কে মাত্র একবারই হারিয়েছে আরসিবি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাত্র ৩১ শতাংশ সাফল্য আরসিবির।
এবারের ম্য়াচ যদিও আলাদা। এই ম্যাচকে বলা হচ্ছে আইপিএলের কোয়ার্টার ফাইনাল। টানা পাঁচ ম্যাচ জিতে দুরন্ত ছন্দে আরসিবি। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের ছন্দে ওঠাপড়া রয়েছে। এখনও পর্যন্ত সিএসকে-র প্লে অফে ওঠার সম্ভাবনা বেশি। জিতলেই প্লে অফে রুতুরাজ গায়কোয়াড়-ধোনিরা। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও ১৫ পয়েন্ট নিয়ে প্লে অফে চলে যাবে সিএসকে। আরসিবিকে প্লে অফের যোগ্যতা অর্জন করতে হলে জিততেই হবে। এবং সেটাও নির্দিষ্ট ব্যবধানে। কী সেই অঙ্ক? প্রথমে ব্যাট করে ২০০ রান তুললে ১৮ রানে জিততেই হবে আরসিবিকে। আর পরে ব্যাট করলে ১১ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ করতে হবে আরসিবিকে। তবেই ১৪ পয়েন্ট নিয়েও রান রেটের বিচারে প্লে অফে যাবে আরসিবি।
কারও কারও মতে, আইপিএলে এটাই হতে পারে ধোনি বনাম কোহলির শেষ দ্বৈরথ। যদিও কেউই নিশ্চিত নন। তবে এবারের আইপিএল ধোনির কেরিয়ারের শেষ টুর্নামেন্ট হতে পারে। আর সেক্ষেত্রে শনিবারই কোহলি-ধোনির শেষ দ্বৈরথ হতে পারে।
যদিও দুই দলের দুই মহাতারকার লড়াই ছাপিয়েও উঠে আসছে কিছু ছোট ছোট দ্বৈরথ। যেমন, স্পিনের বিরুদ্ধে দুরন্ত ছন্দে থাকা শিবম দুবে, যিনি সিএসকে মিডল অর্ডারকে আরও বর্ণময় করে তুলছেন। লড়াই রজত পাতিদারের সঙ্গে। যিনি মিডল অর্ডারে ছন্দে ফিরতে বদলে গিয়েছে আরসিবিকে। সঙ্গে তুষার দেশপাণ্ডে বনাম মহম্মদ সিরাজ, রুতুরাজ গায়কোয়াড় বনাম ফাফ ডুপ্লেসি, এরকম দ্বৈরথগুলি গড়ে দিতে পারে ম্যাচের ভবিতব্য।
আরও পড়ুন: রোনাল্ডো-মেসিদের সঙ্গে টক্কর, সুনীল ছেত্রীর চোখে নিজের সেরা গোল কোনটা?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।