IPL 2024: ট্রেডিংয়ের মাধ্যমে মুম্বই ইন্ডিয়ান্স থেকে সিএসকেতে যোগ দিচ্ছেন রোহিত শর্মা?
Rohit Sharma: রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক পদ থেকে সরানোর পর থেকেই তাঁর দল বদলের কানাঘুষো শোনা যাচ্ছে।
মুম্বই: আইপিএল নিলামের আগে হঠাৎ করেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) নেতৃত্ব থেকে সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) হার্দিক পাণ্ড্যর হাতে ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে দেয়। এরপর থেকেই মুম্বইয়ে রোহিতের ভবিষ্য়ত নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন রোহিত। রোহিতকে ট্রেডিং প্রক্রিয়ার মাধ্যমে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দলে নিতে আগ্রহী বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে নাকি তাঁরা এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য কথাবার্তাও শুরু করে দিয়েছ বলে কোথাও কোথাও বলা হচ্ছিল।
তবে সিএসকে ম্যানেজমেন্টের তরফে সিইও কাশী বিশ্বনাথন (Kasi Viswanathan) এই রিপোর্ট সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হয়েছে। সিএসকের তরফে জানানো হয়েছে ট্রেডিং প্রক্রিয়া তাঁদের দলের নীতি বিরুদ্ধ এবং তাঁরা ট্রেডিংয়ে কাউকে দলে নিতে আগ্রহীও নয়। কাশী বলেন, 'আমরা নীতিগতভাবে ট্রেড করিনা এবং মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ট্রেড করার মতো আমাদের কাছে কোনও খেলোয়াড়ও নেই। আমরা এই বিষয়ে ওদের সঙ্গে কোনওরকম কথাবার্তা বলা শুরু করিনি এবং কথাবার্তা শুরু করার মতো কোনও ইচ্ছাও নেই।'
রোহিতের বদলে হার্দিককে অধিনায়ক করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যতই শোরগোল পড়ে যাক না কেন, সুনীল গাওস্কর কিন্তু এই সিদ্ধান্তকে ইতিবাচক বলেই মনে করছেন। হার্দিক কি মুম্বই অধিনায়ক হিসেবে সফল হতে পারবেন? সুনীল গাওস্কর অবশ্য হার্দিককে অধিনায়ক করার বিষয়টাতে কোনও নেতিবাচক কিছু দেখতে পাচ্ছেন না। তিনি বলছেন, 'মুম্বই ফ্র্যাঞ্চাইজি হয়ত নতুন কোনও মাথা খুঁজছিল। নতুন ভাবনা চিন্তা যে নিয়ে আসতে পারবে দলে, এমন কাউকে চাইছিল ওরা। আমি জানি না হার্দিককে অধিনায়ক করাটা কতটা সঠিক না বেঠিক সিদ্ধান্ত। এটা পুরোটাই ফ্র্যাঞ্চাইজির ব্য়ক্তিগত বিষয়।'
লিটল মাস্টার আরো বলেন, 'গত মরসুমে রোহিত শর্মা খুব একটা ভাল ব্যাটিং করতে পারেনি। গত ২ মরসুমে মুম্বইয়ের পরিস্থিতিও খুব একটা ভাল ছিল না। এই পরিস্থিতিতে রোহিতও কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল। দেশের জার্সিতে টানা খেলে গিয়েছে ও। অধিনায়কত্ব করছে ভারতের। ফলে মুম্বই ফ্র্যাঞ্চাইজি চেয়েছিল নতুন কোনও মাথা।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: রোহিত-বিতর্কের আবহেই দলে নেওয়া হল ৬ বোলার, কেমন দাঁড়াল নতুন মুম্বই ইন্ডিয়ান্স?