Mumbai Indians: রোহিত-বিতর্কের আবহেই দলে নেওয়া হল ৬ বোলার, কেমন দাঁড়াল নতুন মুম্বই ইন্ডিয়ান্স?
IPL Auction: আইপিএলের মিনি অকশনে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে ছিল বড় চ্যালেঞ্জ। এমন ক্রিকেটার তুলতে হবে, যাতে সমর্থকদের মনে আশ্বাস তৈরি হয়, সেরকমই ছিল মাহেলা জয়বর্ধনেদের কৌশল।
![Mumbai Indians: রোহিত-বিতর্কের আবহেই দলে নেওয়া হল ৬ বোলার, কেমন দাঁড়াল নতুন মুম্বই ইন্ডিয়ান্স? IPL Auction 2024: Know the new players of five time IPL champion Mumbai Indians after IPL auction at Dubai Mumbai Indians: রোহিত-বিতর্কের আবহেই দলে নেওয়া হল ৬ বোলার, কেমন দাঁড়াল নতুন মুম্বই ইন্ডিয়ান্স?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/20/60900f965ae37f6777f81f1d4e22bdbd170307753311350_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: পাঁচবারের আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়ন। কিন্তু ২০২৪ আইপিএলের নিলামের ঠিক আগেই টলমল হয়ে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবির। ট্রেডিং উইন্ডো মারফত গুজরাত টাইটান্স থেকে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) যোগ দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে (MI)। এবং তারপরই রোহিত শর্মাকে সরিয়ে হার্দিকের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেয় নীতা অম্বানির দল।
যে সিদ্ধান্ত মেনে নিতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্সের ভক্তরা। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা কমে যায় মুম্বইয়ের। ওঠে সমালোচনার ঝড়। কেন পাঁচটি আইপিএল ট্রফি দেওয়া রোহিতকে সরিয়ে দেওয়া হল, প্রশ্ন তুলে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন মুম্বইয়ের সমর্থকেরা। আইপিএলের মিনি অকশনে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে ছিল বড় চ্যালেঞ্জ। এমন ক্রিকেটার তুলতে হবে, যাতে সমর্থকদের মনে আশ্বাস তৈরি হয়, সেরকমই ছিল মাহেলা জয়বর্ধনেদের কৌশল।
সেই স্ট্র্যাটেজিতে কতটা সফল হল মুম্বই ইন্ডিয়ান্স?
মঙ্গলবার মরুশহর দুবাইয়ের কোকা কোলা এরিনায় মিনি অকশনে জোরে বোলিং বিভাগের ধার বাড়িয়ে নিল মুম্বই। নিলাম থেকে দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েৎজ়ে ও শ্রীলঙ্কার পেসার দিলশান মদুশঙ্কাকে তুলে নিলেন জয়বর্ধনেরা। বিশ্বকাপে নজরকাড়া বোলিং করেছিলেন প্রোটিয়া পেসার কোয়েৎজ়ে। তাঁকে নিয়ে যে নিলামে ঝড় উঠতে পারে, আগাম পূর্বাভাস ছিলই। মুম্বই ইন্ডিয়ান্স ৫ কোটি টাকা খরচ করে তাঁকে দলে নিয়েছে। আর শ্রীলঙ্কার পেসার মদুশঙ্কার জন্য খরচ করা হয়েছে ৪ কোটি ৬০ লক্ষ টাকা।
৪ কোটি ৮০ লক্ষ টাকায় নুয়ান থুসারাকে কিনে চমক দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। থুসারার অ্যাকশন অনেকটা লাসিথ মালিঙ্গার মতো। স্লিঙ্গিং অ্যাকশনের জন্য অনেকে তাঁকে মুম্বই ইন্ডিয়ান্সে মালিঙ্গার উত্তরসূরি বলছেন। মুম্বইয়ের পেস বোলিং আক্রমণের সেরা অস্ত্র ছিলেন মালিঙ্গা। তাঁর জায়গা নিতে পারবেন থুসারা?
যশপ্রীত বুমরা ছিলেনই। সঙ্গে কোয়েৎজ়ে, মদুশঙ্কা ও থুসারা যোগ দেওয়ায় বেশ শক্তিশালী হয়েছে মুম্বইয়ের পেস বোলিং আক্রমণ। নেওয়া হয়েছে হরিয়ানার তরুণ পেসার অংশুল কম্বোজকেও। সঙ্গে স্পিনার অলরাউন্ডার হিসাবে এসেছেন আফগানিস্তানের মহম্মদ নবি ও কর্নাটকের শ্রেয়স গোপাল। ফিনিশারের ভূমিকার জন্য নেওয়া হয়েছে নমন ধীর ও বঢোদরার শিবালিক শর্মাকে। সব মিলিয়ে ট্রফি যুদ্ধে নামতে প্রস্তুত মুম্বই ইন্ডিয়ান্স।
ব্যাটার
রোহিত শর্মা, ডেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, তিলক বর্মা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ
অলরাউন্ডার
হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), মহম্মদ নবি, অর্জুন তেন্ডুলকর, রোমারিও শেফার্ড, শামস মুলানি, নেহাল ওয়াধেরা, জেরাল্ড কোয়েৎজ়ে, অংশুল কম্বোজ, নমন ধীর, শিবালিক শর্মা
বোলার
যশপ্রীত বুমরা, কুমার কার্তিকেয় সিংহ, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল, জেসন বেহরেনডর্ফ, দিলশান মদুশঙ্কা, শ্রেয়স গোপাল, নুয়ান থুসারা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)