KKR 2024: স্পিনের ওস্তাদ আর 'ডেঞ্জারাস'কে পেয়ে আরও শক্তিশালী হল কেকেআর
IPL 2024: কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবির আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ঠিক এক সপ্তাহ পরে। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।
কলকাতা: তাঁরা স্বদেশীয়। দেশের জার্সিতে অনেক ম্যাচ খেলেছেন একসঙ্গে। ক্রিকেট মাঠে এখন খেলেন একই ফ্র্যাঞ্চাইজির হয়ে। শুধু খেলেনই না, দাপট দেখান। শুধু দাপটই দেখান না, ম্যাচ জেতান।
একজন, স্পিনের ওস্তাদ, সুনীল নারাইন (Sunil Narine)। যাঁর বল এক সময় ব্যাটারকে মন্ত্রমুগ্ধ করে দিত। ব্য়াটাররা বুঝতেই পারত না বল পিচে পড়ে ভিতরে ঢুকবে, না বাইরের দিকে বেরবে। শেষমেষ উইকেট সঁপে দিয়ে ড্রেসিংরুমের রাস্তা ধরত। যে কারণে তাঁকে বলা হতো বিস্ময় স্পিনার। বয়স বেড়েছে। অ্যাকশন বদলেছে। ভিডিও অ্যানালিস্টরা তাঁর বোলিং নিয়ে নিরন্তর কাটাছেঁড়া করে ফেলেছেন। তবু ধার কমেনি নারাইনের বলের। এখনও তিনি দলের সেরা বোলিং অস্ত্র।
দ্বিতীয়জনের বর্ণনা দিয়েছে তাঁর দলই। সোশ্যাল মিডিয়ায় লিখেছে, 'ডেঞ্জ-রাস'। বাংলা তর্জমা করলে দাঁড়ায়, বিপজ্জনক। তিনি আন্দ্রে রাসেল (Andre Russell)। কখনও বল হাতে উইকেট তুলে দলকে ম্যাচ জেতান। কখনও ব্যাটে ঝড় তোলেন। ক্যারিবিয়ান অলরাউন্ডারও দলের সেরা সম্পদ।
শনিবার সকালে দুজনই কলকাতায় পৌঁছে গেলেন। কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবির আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ঠিক এক সপ্তাহ পরে। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। তার আগে নারাইন-রাসেল যোগ দিতেই আরও শক্তিশালী হল নাইট শিবির।
Sunny’s shining bright in Kolkata! ☀ pic.twitter.com/auWzzzTnGp
— KolkataKnightRiders (@KKRiders) March 16, 2024
এদিন কেকেআরের তরফে সোশ্যাল মিডিয়ায় দুই তারকার শহরে আসার ছবি পোস্ট করা হয়। দুজনকেই উত্তরীয় পরিয়ে বরণ করে নেওযা হয়। নারাইনের ছবি পোস্ট করে কেকেআরের তরফে লেখা হয়, 'কলকাতায় আজ সূর্য চমকাচ্ছে। সুনীল নারাইন।' রাসেলের ছবি দিয়ে লেখা হয়, 'ডেঞ্জ-রাস জোন সক্রিয় হয়ে উঠল। আন্দ্রে রাসেল।'
The 𝐃𝐚𝐧𝐠𝐞-𝐑𝐮𝐬𝐬 zone is activated! ⚠️ pic.twitter.com/hOZ3P2hgMi
— KolkataKnightRiders (@KKRiders) March 16, 2024
শনিবার বিকেলে ইডেনে প্র্যাক্টিসে নামবে কেকেআর। সমর্থকেরা রাসেল-নারাইন দর্শনের জন্য উদগ্রীব হয়ে রয়েছেন। শুক্রবার থেকে ঘরের মাঠে শুরু হয়ে গিয়েছে নাইটদের চূড়ান্ত প্রস্তুতি শিবির। শনিবার বিকেলে শহরে আসার কথা অধিনায়ক শ্রেয়স আইয়ারেরও।
আরও পড়ুন: বিরাটই ব্রহ্মাস্ত্র, আকাশ ছুঁতে পারে আকাশ, স্পিন বিভাগ আইপিএলে কাঁটা আরসিবির
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে