IPL 2024: বিশ্বসেরা এই ব্যাটারকে আইপিএলের মঞ্চে সবচেয়ে বেশিবার নাস্তানাবুদ করেছেন নারাইন
Sunil Narine And Rohit Sharma: আর এবারও ক্যারিবিয়ান অলরাউন্ডারই গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন দলের জয়ে। আর ম্য়াচ জেতানোর সঙ্গে সঙ্গে এক অনন্য নজিরও গড়লেন নারাইন।
মুম্বই: মাঝের ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে আক্রমণে এসেছিলেন। আর এসেই নিজের জাত চিনিয়েছেন আরও একবার। ১২ বছর আগে ২০১২ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিতদের (Rohit Sharma) হারিয়েছিল কেকেআর। সেবারও নায়ক ছিলেন নারাইন (Sunil Narine)। ২০১২-র পর ২০২৪ সালে এসে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফের মুম্বই বধ করল কেকেআর (Kolkata Knight Riders)। আর এবারও ক্যারিবিয়ান অলরাউন্ডারই গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন দলের জয়ে। আর ম্য়াচ জেতানোর সঙ্গে সঙ্গে এক অনন্য নজিরও গড়লেন নারাইন।
গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজের ৪ ওভারের স্পেলে ২২ রান দিয়ে ২ উইকেট নেন নারাইন। ক্যারিবিয়ান তারকার শিকারের তালিকায় আছেন রোহিত শর্মা ও নেহাল ওয়াধেরা। ভারত অধিনায়ক ও প্রাক্তন মুম্বই অধিনায়ককে রোহিতকে এই নিয়ে আইপিএলে মোট আটবার প্যাভিলিয়নের রাস্তা দেখালেন নারাইন। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশিবার রোহিতকে কোনও একজন বোলার হিসেবে সর্বাধিকবার আউট করার নজির গড়লেন নারাইন। গতকাল মুম্বইয়ের ব্যাটিংয়ের সময় ষষ্ঠ ওভারে আক্রমণে এসে রোহিত শর্মার উইকেট তুলে নেন ক্যারিবিয়ান স্পিনার। খেলার রাশও কেকেআরের দিকে ধীরে ধীরে নিয়ে আসেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দেন বরুণ চক্রবর্তীও। আর রোহিতকে ফেরানোর সঙ্গে সঙ্গেই এই নজির গড়েন নারাইন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের সন্দীপ শর্মা। তিনি বিরাট কোহলিকে ৭ বার প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছিলেন।
গতকাল প্রথমে ব্যাটিং করতে নেমে কেকেআর ১৬৯ রানের বেশি বোর্ডে যোগ করতে পারেনি। ভেঙ্কটেশ আইয়ার ৫২ বলে ৭০ রান করেন। মণীশ পাণ্ডে ৩১ বলে ৪২ রানের ইনিংস খেলেন। ওপেনিংয়ে নেমে নারাইন ও সল্ট বেশিদূর এগোতে পারেননি। শ্রেয়স, রিঙ্কু কেউই রান পাননি সেভাবে। আন্দ্রে রাসেলকে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হতে হয়। তুষারা, বুমরা ৩ টি করে উইকেট নেন। ২ উইকেট নেন হার্দিক পাণ্ড্য।
জবাবে রান তাড়া করতে নেমে ১৪৫ রানেই গুটিয়ে যায় মুম্বইয়ের ইনিংস। ৬টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ৩৬ বলে ৫২ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন সূর্যকুমার যাদব। কিন্তু তিনি ছাড়া আর কোনও ব্যাটারকে ভরসা জোগাতে পারেনি মুম্বই ইনিংসে। ২৪ রান করেন টিম ডেভিড। ১ রান করেন হার্দিক। ১৩ রান করেন ঈশান কিষাণ ও ১১ রান করেন রোহিত শর্মা। আগামী ১১ মে ইডেনে ফের মুখোমুখি হবে ২ দল।