IPL 2024: মেগা নিলামের আগে বদলে যাবে আইপিএলের নিয়ম? আমদাবাদের বৈঠকে উঠতে পারে ঝড়
IPL News: আইপিএলের (IPL 2024) মাঝেই টুর্নামেন্টের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ করার রাস্তায় হাঁটছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, আগামী ১৬ এপ্রিল আমদাবাদে একটি বৈঠক ডেকেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আমদাবাদ: আইপিএলের (IPL 2024) মাঝেই টুর্নামেন্টের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ করার রাস্তায় হাঁটছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, আগামী ১৬ এপ্রিল আমদাবাদে একটি বৈঠক ডেকেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেদিন আইপিএলে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস ও গুজরাত টাইটান্সের (DC vs GT) মধ্যে ম্যাচ রয়েছে। সেদিনই দশ ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) বৈঠক রয়েছে।
জানা গিয়েছে, সেই বৈঠকে উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনি, বোর্ড সচিব জয় শাহ ও আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা। এই বৈঠকের জন্য ১০টি দলের মালিকদের আমন্ত্রণ পাঠানো হয়ে গিয়েছে। যদিও এটা অনুমান করা হচ্ছে যে, দলের মালিকরা তাদের চিফ এগজিকিউটিভ অফিসার ও কার্যনির্বাহী দলের সঙ্গে বৈঠকে যোগ দিতে পারেন।
কী নিয়ে আলোচনা হবে বৈঠকে? ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শোনা যাচ্ছে, মেগা নিলামের আগে নিয়ম সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। হঠাৎ ডাকা বৈঠক বলে মনে হচ্ছে, মেগা নিলামের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের নিয়ম নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে।
সূত্রের খবর, ২০২৫ সালে আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। তারই রূপরেখা তৈরি হতে পারে। এতদিনের নিয়ম হচ্ছে, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দল মেগা নিলামের আগে মাত্র চারজন প্লেয়ারকে ধরে রাখতে পারে। বাকি ক্রিকেটারদের ছেড়ে দিতে হয়। এটা নিয়ে আলোচনা হতে পারে। চারজন নয়, আটজনকে রিটেনশনের নিয়ম চালু করা হোক, আগামী ১৬ এপ্রিল আইপিএলের ১০ দলের মালিকদের বৈঠকে এমনই একটি দাবি উঠে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। আইপিএলের মেগা নিলামের নিয়মকানুন নিয়েই আমদাবাদের আলোচনা করা হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। ২০২৫ সালে আইপিএলের সেই মেগা নিলাম হওয়ার কথা আছে।
একাধিক ফ্র্যাঞ্চাইজি চাইছে যে, মেগা নিলামের আগে রিটেন করা খেলোয়াড়ের সংখ্যা বাড়ানো হোক। এমনকী চার (সর্বাধিক তিনজন ভারতীয় ও দু'জন বিদেশি) থেকে বাড়িয়ে আটজনকে রিটেন করার নিয়ম চালু করার জন্য সওয়াল করছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। তবে একাধিক ফ্র্যাঞ্চাইজি সেই প্রস্তাবে রাজি নয় বলেই খবর। সেক্ষেত্রে রিটেন করা খেলোয়াড়ের সংখ্যা নাও বাড়ানো হতে পারে।
আরও পড়ুন: নিরামিষ খেয়েও বলের ভয় ধরানো গতি! আইপিএলে সাড়া ফেলে দিয়েছেন শ্রীকৃষ্ণের ভক্ত এই পেসার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে