IPL 2024: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে দ্বিতীয় স্থানে নেমে গেল কেকেআর, শীর্ষে রাজস্থান, চারে ধোনিরা
IPL 2024 Points Table: মুম্বই নিজেদের ঘরের মাঠে তাদের শেষ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এবারের টুর্নামেন্টে সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনও পর্যন্ত আরসিবি ও দিল্লি ক্যাপিটালসের।
কলকাতা: গতকাল সিএসকের (CSK vs KKR) বিরুদ্ধে তাঁদেরই ঘরের মাঠে হারতে হয়েছিল কেকেআরকে (Kolkata Knight Riders)। চলতি আইপিএলে নিজেদের প্রথম হারের মুখ দেখতে হয়েছিল শ্রেয়স আইযারের (Shreyas Iyer) দলকে। আর সেই হারের সঙ্গে সঙ্গেই পয়েন্ট টেবিলে কিছু বদল হয়ে গিয়েছে। শীর্ষস্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে এল কলকাতা নাইট রাইডার্স। অন্য়দিকে প্রথম চারে উঠে এল সিএসকে। এখনও পর্যন্ত একমাত্র দল হিসেবে টুর্নামেন্টে অপরাজেয় রাজস্থান রয়্যালস। এক নজরে দেখে নেওয়া যাক আইপিএলের পয়েন্ট টেবিল সোমবার ম্য়াচ শেষ হওয়ার পর -
দল | ম্য়াচ | জয় | হার | পয়েন্ট |
রাজস্থান রয়্যালস | ৪ | ৪ | ০ | ৮ |
কলকাতা নাইট রাইডার্স | ৪ | ৩ | ১ | ৬ |
লখনউ সুপারজায়ান্টস | ৪ | ৩ | ১ | ৬ |
চেন্নাই সুপার কিংস | ৫ | ৩ | ২ | ৬ |
সানরাইজার্স হায়দরাবাদ | ৪ | ২ | ২ | ৪ |
পাঞ্জাব সুপার কিংস | ৪ | ২ | ২ | ৪ |
গুজরাত টাইটান্স | ৫ | ২ | ৩ | ৪ |
মুম্বই ইন্ডিয়ান্স | ৪ | ১ | ৩ | ২ |
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ৫ | ১ | ৪ | ২ |
দিল্লি ক্যাপিটালস | ৫ | ১ | ৪ | ২ |
এবারের টুর্নামেন্টে রাজস্থান রয়্যালস এখনও পর্যন্ত একমাত্র জয় যারা অপরাজেয় রয়েছে। এখও পর্যন্ত চারটি ম্য়াচ খেলে চারটি ম্য়াচই জিতে তারা পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে এখন। কলকাতা গতকালের ম্য়াচের আগে পর্যন্ত অপরাজিত ছিল। কিন্তু গতকাল সিএসকের বিরুদ্ধে হারের পর পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে। সানরাইজার্স ও পাঞ্জাব দুই দলই চারটি করে ম্য়াচ খেলে ২টো জয় ও দুটো হারের সম্মুখিন হয়েছে। তাঁদের ঝুলিতে চার পয়েন্ট। অন্য়দিকে মুম্বই নিজেদের ঘরের মাঠে তাদের শেষ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এবারের টুর্নামেন্টে সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনও পর্যন্ত আরসিবি ও দিল্লি ক্যাপিটালসের। দুটো দলই পাঁচটি করে ম্য়াচ খেলে এখনও পর্যন্ত মাত্র ১ টি ম্য়াচে জয় ছিনিয়ে নিতে পেরেছে।
এদিকে গতকাল নিজেদের ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়ে দেয় সিএসকে। ঘরের মাঠে নিজেদের প্রথম জয় এবারের মরশুমে তুলে নিল রুতুরাজ গায়কোয়াডের দল। প্রথমে ব্যাট করতে নেমে কেকেআর ২০ ওভারে ১৩৭/৯-এর বেশি বোর্ডে তুলতে পারেনি। এরপর রান তাড়া করতে নেমে ১৪ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে যায় সিএসকে।