Ashwani Kumar: অভিষেকেই ইতিহাস মুম্বই ইন্ডিয়ান্সের তরুণের, ধ্বংস করলেন কেকেআর ব্যাটিং, কে এই অশ্বনী কুমার?
IPL 2025: অভিষেকেই হইচই ফেলে দিলেন পাঞ্জাবের ২৩ বছর বয়সী বাঁহাতি পেসার। গতবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং তছনছ করে দিলেন।

মুম্বই: সোমবারের আগে পর্যন্ত যদি কাউকে প্রশ্ন করা হতো, অশ্বনী কুমারের (Ashwani Kumar) নাম শুনেছেন কি না, উত্তর হতো, না।
না শোনারই কথা। কারণ, অশ্বনী ঘরোয়া ক্রিকেটে খেলেছেন মোটে ১০টি ম্যাচ। ২টি প্রথম শ্রেণির ম্যাচ। আর ৪টি করে লিস্ট এ এবং টি-২০ ম্যাচ।
অথচ আইপিএলে (IPL 2025) অভিষেকেই হইচই ফেলে দিলেন পাঞ্জাবের ২৩ বছর বয়সী বাঁহাতি পেসার। গতবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং তছনছ করে দিলেন। আইপিএলে প্রথম দুই ম্যাচ হেরে অভিযান শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। পয়েন্ট টেবিলে সব দলের নীচে, দশ নম্বরে ছিলেন হার্দিক পাণ্ড্যরা। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে পরাজয়। তারপর গুজরাত টাইটান্সের কাছেও হার। কোণঠাসা মুম্বই ইন্ডিয়ান্স ঘুরে দাঁড়ানোর জন্য সোমবারের দলে জায়গা দিয়েছিল অশ্বনীকে।
আর মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই শোরগোল ফেলে দিলেন অশ্বনী। বল করলেন ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে। কোনও কোনও ডেলিভারিতে বলের গতি ছাড়িয়ে যাচ্ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটারের গণ্ডিও। সঙ্গে দুরন্ত বাউন্সার। যা তাঁর বোলিংয়ের গোপনাস্ত্র। বলের গতির তারতম্য ঘটিয়ে ব্যাটারদের প্রবল চাপে রাখতে সিদ্ধহস্ত। পাশাপাশি ওয়াইড ইয়র্কারেও রয়েছে মুন্সিয়ানা। গত বছর শের ই পাঞ্জাব টি-২০ ট্রফিতে তাঁকে বল করতে দেখেই মনে ধরে মুম্বই ইন্ডিয়ান্সের স্কাউটদের। যেখানে ডেথ ওভারে দারুণ পারফর্ম করেন। দলকে ম্যাচও জেতান।
আইপিএলে প্রথম বলই স্মরণীয় হয়ে থাকবে অশ্বনীর কাছে। কারণ, প্রথম বলেই কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানেকে ফিরিয়ে দেন অশ্বনী। চণ্ডীগড়ের কাছে ছোট এক শহর ঝাঁঝেরির তরুণের বাকি তিন শিকার - রিঙ্কু সিংহ, মণীশ পাণ্ডে ও আন্দ্রে রাসেল। মণীশ ও রাসেলকে বোল্ড করে দেন তিনি।
Debut straight out of a storybook 📖
— IndianPremierLeague (@IPL) March 31, 2025
The perfect first chapter for Ashwani Kumar 👌👌
Updates ▶ https://t.co/iEwchzDRNM#TATAIPL | #MIvKKR | @mipaltan pic.twitter.com/npaynbIViX
৩ ওভার বল করে ২৪ রানে ৪ উইকেট নেন অশ্বনী। যা তাঁর কেরিয়ারের সেরা বোলিং পরিসংখ্যান। এর আগে তিনি কোনও দিন এক ম্যাচে ৪ উইকেট নেননি। লিস্ট এ ম্যাচে ৩৭ রানে ৩ উইকেটই ছিল তাঁর সেরা ফিগার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
