IPL 2025 Auction: নিলামের মঞ্চে প্লেয়ারদের জন্য দর হাঁকছেন এক সুন্দরী, কে এই মল্লিকা সাগর?
Mallika Sagar: মল্লিকা তাঁর সঞ্চালনার কেরিয়ার প্রথমবার শুরু করেছিলেন ২০০১ সালে। ফলে অভিজ্ঞতায় যে পরিপূর্ণ তিনি তা বলাই যায়। ২০২৩ সালে আইপিএল নিলামের মঞ্চে প্রথমবার সঞ্চালনার কাজ করেছিলেন।
জেদ্ধা: গত বছর আইপিএলের নিলামে প্রথমবার মহিলা সঞ্চালিকা হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। আসন্ন আইপিএলের আগে ২৪ ও ২৫ নভেম্বর ২ দিনব্যাপী আইপিএলের নিলামেও সঞ্চালিকার দায়িত্বে দেখা গেল ৪৯ বছর বয়সি এই মহিলাকে। উইমেন্স প্রিমিয়ার লিগের মঞ্চে বেশ কয়েক বছর ধরেই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। কিন্তু আইপিএলের মঞ্চে একবারই দায়িত্ব সামলেছেন। বিখ্যাত অকশনার হিউ এডমেডেসের স্থলাভিষিক্ত হয়েছেন মল্লিকা। ক্রিকেটের বাইরে প্রো কবাডি লিগেও অকশনার হিসেবে দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে এই মহিলা অকশনারকে।
মল্লিকা তাঁর সঞ্চালনার কেরিয়ার প্রথমবার শুরু করেছিলেন ২০০১ সালে। ফলে অভিজ্ঞতায় যে পরিপূর্ণ তিনি তা বলাই যায়। ব্রিটিশ নিলামপর্ব ক্রিস্টিসে সঞ্চালিকা হিসেবে কাজ শুরু করেছিলেন। মল্লিকা ফিলাডেলফিয়া ব্রায়ন মাবর বিশ্ববিদ্যাল থেকে স্লাতকোত্তর পাশ করেছেন। কলা ইতিহাস নিয়ে পড়াশুনো করার পর মাত্র ২৬ বছর বয়সে ক্রিস্টিনে এক অকশন কোম্পানিতে নিজের পেশাদার জীবন শুরু করেন। ২৩ বছরের পেশাদার জীবনের পর প্রথমবার আইপিএলের মঞ্চে নিলামের সঞ্চালনা করেছেন গত নিলামে। এবার ফের একবার নিলামের টেবিলে দেখ মিলবে এই লাস্যময়ী সুন্দরীর। মহারাষ্ট্রের এক ব্য়বসায়ী পরিবারে জন্ম হয় মল্লিকা সাগরের। এরপর উচ্চশিক্ষার জন্য আমেরিকা পাড়ি দেন মল্লিকা। মুম্বইয়ে নিজের একটি অকশন অফিস রয়েছে মল্লিকা। যার মালকিন তিনি নিজেই। গ্লোবাল আর্টে বিভিন্ন অনুষ্ঠানে নিলামের পরিচালক হিসেবে কাজ করেছেন। নিজেদের সেই তালিকায় রেখেছেন। অর্থাৎ, নিলামে যাঁদের নিয়ে দরাদরি শুরুই হবে ২ কোটি টাকা দিয়ে। ভারতের শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, অর্শদীপ সিংহরা ছাড়া বিদেশিদের মধ্যে রয়েছেন জস বাটলার, কাগিসো রাবাডা, মিচেল স্টার্কের মত প্লেয়াররা।
এদিকে, নিলামে সর্বকালের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দর পেলেন ঋষভ পন্থ। তাঁকে ২৭ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যে দলে নিয়েছেন লখনউ সুপারজায়ান্টস। ঋষভ পন্থ। যাঁকে রিটেন করেনি দিল্লি ক্যাপিটালস। জানা গিয়েছিল, তাঁর সঙ্গে মতের মিল না হওয়ায় দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সম্পর্কে ছেদ পড়ে। তাঁর জন্য ২০ কোটি ৭৫ লক্ষ টাকা দাম হাঁকে লখনউ সুপার জায়ান্টস। দিল্লিও জানিয়ে দেয় যে, তাঁরা রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করবে। সেই অনুযায়ী লখনউকে সর্বোচ্চ দর জানাতে বলা হয়। ২৭ কোটি টাকা দর দেয় লখনউ। তাতে দিল্লি আর আরটিএম ব্যবহার করেনি। রেকর্ড ২৭ কোটি টাকায় পন্থকে দলে নিল লখনউ।