Mohammed Shami: পাকিস্তানের পতাকার ছবি পোস্ট মহম্মদ শামির! ভাইরাল পোস্ট কি সত্যি?
India Pakistan Conflict: পাকিস্তানের পতাকার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন ভারতের তারকা ক্রিকেটার! হইচই পড়ে গিয়েছে।

নয়াদিল্লি: ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের সম্পর্কের আরও অবনতি হয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিতে অপারেশন সিঁদুর (Operation Sindoor) সাফল্যের সঙ্গে সম্পন্ন করে ভারত। তারপরই পাকিস্তানের ড্রোন হানার চেষ্টা এবং তা ব্যর্থ করে ভারতের প্রত্যাঘাত। যাতে নাস্তানাবুদ হয় পাকিস্তান (India Pakistan Conflict)।
সেই আবহে পাকিস্তানের পতাকার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন ভারতের তারকা ক্রিকেটার! হইচই পড়ে গিয়েছে।
ভারত-পাক যুদ্ধের আবহে দশ দিন বন্ধ থাকার পর শনিবার ফের শুরু হচ্ছে আইপিএল। আর তার মাঝেই ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির একটি ছবি ইন্টারনেটে হইচই ফেলে দিয়েছে। ফেসবুকে একটি ছবি ভাইরাল হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে, শামি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পাকিস্তানের পতাকা দিয়েছেন। বলে রাখা যাক যে, কয়েকদিন আগে তাঁর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার (Mohammed Shami Test Retirement) দাবিও করা হয়েছিল, যা পরে ভ্রান্ত প্রমাণিত হয়। সত্যিই কি পাকিস্তানের পতাকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শামি?
মহম্মদ শামির পাকিস্তানের পতাকা ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়ার ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। যদিও খতিয়ে দেখা গিয়েছে, ভারতীয় ফাস্ট বোলার শামি ইনস্টাগ্রামে এমন কোনও ছবি শেয়ার করেননি। এই ছবিটি AI দিয়ে তৈরি করা হয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে।
টেস্ট অবসরের দাবিও ভুল প্রমাণিত হয়েছিল
১২ মে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। তার ৫ দিন আগে রোহিত শর্মাও তাঁর টেস্ট কেরিয়ারে ইতি টানেন। তাঁদের দুজনের অবসরের পর দাবি করা হয়েছিল যে, মহম্মদ শামিও লাল বলের ক্রিকেট থেকে অবসর নেবেন। শামিকে নিজেই এসব দাবির প্রতিক্রিয়া দিতে হয়েছিল। মহম্মদ শামি টেস্ট অবসরের দাবিতে ক্ষুব্ধ হয়ে বলেছিলেন যে, এ ধরনের দাবি করা ব্যক্তিরা ক্রিকেটারদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে।
View this post on Instagram
মহম্মদ শামি বর্তমানে আইপিএল ২০২৫-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন। যারা ইতিমধ্যেই প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। এই মরশুমে আইপিএলে শামির পারফরম্যান্স তেমন বলার মতো নয়। তিনি এখন পর্যন্ত ৯ ম্যাচে মাত্র ৬ উইকেট পেয়েছেন।




















