IPL 2025: ভাইরাল ফাফ, প্রীতি জিন্টার ছবি, দুই তারকাকে নিয়ে সিনেমা তৈরির আবদারের জবাবে কী বললেন ডু প্লেসি?
PBKS vs DC: পঞ্জাব কিংসের বিরুদ্ধে ছয় উইকেটে দাপটের সঙ্গে নিজেদের ম্যাচ জিতে নেয় ফাফ ডু প্লেসির দিল্লি ক্যাপিটালস।

নয়াদিল্লি: তাঁকে দেখতে কোনও হলিউড অভিনেতার থেকে কম নয়। সেই ফাফ ডু প্লেসিরই (Faf Du Plessis) সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। শনিবার, ২৪ মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নেমেছিল ডু প্লেসির নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচের পরেই কিংস কর্ণধার প্রীতি জিন্টা (Preity Zinta) ও ডু প্লেসির পাশাপাশি দাঁড়ানো একটি ছবি ভাইরাল হয়। সেই ছবি ভাইরাল হওয়ার পর ডু প্লেসি যা জবাব দিলেন, তা নিঃসন্দেহেই নেটিজেনদের মুখে হাসি ফোটাবে।
পঞ্জাব কিংসের অন্যতম কর্ণধার প্রীতি জিন্টা কিন্তু একজন সফল বলিউড অভিনেত্রীও। তিনি সামনেই আবার সানি দেওলের বিপরীতে আমির খানের প্রযোজনায় রুপোলি পর্দায় কামব্যাক করতে চলেছেন। অপরদিকে, ক্রিকেট মাঠে দুরন্ত ডু প্লেসি কিন্তু রূপেও অভিনেতাদের টক্কর দিতে সক্ষম। এই দুই তারকা একসঙ্গে ফ্রেমবন্দি হওয়ার পরেই নেটিজেনদের কেউ কেউ দুইজনকে নিয়ে একটি বলিউড সিনেমা তৈরির পরামর্শ দেন। ডু প্লেসির সেই পরামর্শ কিন্তু বেশ মনে ধরেছে। তিনি গোটাটার সহজ জবাব দিয়ে লেখেন, 'তাহলে এমনটা করা হোক।'
Make it happen 😂🎥🎬
— Faf Du Plessis (@faf1307) May 25, 2025
প্রসঙ্গত, শনিবারের ম্যাচে কিন্তু পঞ্জাব কিংসের বিরুদ্ধে দুরন্ত জয় পায় ডু প্লেসির দিল্লি ক্যাপিটালস। পঞ্জাব কিংস, যারা ইতিমধ্যেই প্লে অফের টিকিট কনফার্ম করে ফেলেছে, তাদের বিরুদ্ধে দু'শোর ওপর রান তাড়া করে ম্যাচ জিতল দিল্লি। তাদের রুদ্ধশ্বাস জয়ের নায়ক সমীর রিজভি। ২৫ বলে ৫৮ রানে অপরাজিত থেকে নাটকীয় ম্যাচে দিল্লিকে জেতালেন সমীর রিজভি। আইপিএলে তাঁর প্রথম হাফসেঞ্চুরি। ৩ বল বাকি থাকতে ৬ উইকেটে পঞ্জাব কিংসকে হারাল দিল্লি ক্যাপিটালস।
ম্যাচের প্রথমার্ধ ছিল পঞ্জাব কিংসের ব্যাটারদের। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য ভারতের ১৮ সদস্যের দল বেছে নেওয়া হয়। সেই দলে উপেক্ষিত শ্রেয়স আইয়ার । জবাব দেওয়ার জন্য শ্রেয়স যেন বেছে নিলেন শনিবার জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচকেই। ৩৪ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেললেন মুম্বইয়ের তারকা। শেষ দিকে ঝড় তুললেন মার্কাস স্টোইনিসও। মাত্র ১৬ বলে ৪৪ রানে অপরাজিত রইলেন। স্ট্রাইক রেট? ২৭৫!
প্রথমে ব্যাট করে দিল্লির বিরুদ্ধে পঞ্জাব কিংস তুলেছিল ২০৬/৮। তখনও পর্যন্ত মনে হচ্ছিল, অগ্নিপরীক্ষা কে এল রাহুলদের। দু'শোর ওপর রান তাড়া করে জেতা যে সহজ হবে না, বোঝাই যাচ্ছিল। যদিও সেই কঠিন কাজকেই সহজ করে তুলল দিল্লি। ১৯.৩ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে সেই রান তুলে দিল দিল্লি।




















