GT vs MI Toss: প্রথমে ব্যাটিং করবে মুম্বই, আইপিএলে মরণ-বাঁচন ম্যাচে দুই দলেই বড়সড় বদল, কারা খেলছেন?
IPL 2025: মরণ-বাঁচন পরিস্থিতিতে দুই দলই এক ঝাঁক পরিবর্তন করল। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য।

মুল্লাপুর: আইপিএলে (IPL 2025) গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করা অধিনায়কই শুক্রবার অন্ধকার নামাতে পারেন গুজরাত শিবিরে। হার্দিক পাণ্ড্য এখন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। শুক্রবার নিউ চণ্ডীগড়ের মুল্লাপুরে আইপিএল এলিমিনেটরে মুখোমুখি দুই দল। যারা হারবে, বিদায় নেবে আইপিএল থেকে। যে দল জিতবে, দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে।
মরণ-বাঁচন পরিস্থিতিতে দুই দলই এক ঝাঁক পরিবর্তন করল। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। দলে তিন-তিনটি পরিবর্তন করার কথা ঘোষণা করলেন হার্দিক। জানালেন, জনি বেয়ারস্টো খেলছেন এলিমিনেটরে। সঙ্গে খেলছেন রিচার্ড গ্লিসন। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে অভিষেক হচ্ছে তাঁর। সঙ্গে খেলানো হচ্ছে রাজ অঙ্গদ বাওয়াকে।
হার্দিক টসের পর বলেন, 'গতকালের চেয়ে আলাদা মনে হচ্ছে উইকেট। আমরা প্রথমে ব্যাট করব। ঘাস কম রয়েছে। বড় ম্যাচ। তাই রান তুলে সেটাকে রক্ষা করাই সঠিক কৌশল মনে হয়েছে। আমরা জানি নক আউট। তবে গত ৯টি ম্যাচ নক আউট হিসাবেই খেলছি। আজ নিজেদের সেরা খেলাটা খেলতে হবে আর মাঠে পরিকল্পনাগুলো কাজে লাগাতে হবে।'
গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিল বলেন, 'আমরা টস জিতলে রান তাড়া করার পন্থাই নিতাম। চণ্ডীগঢ়ে ফিরতে পেরে ছেলেরা উচ্ছ্বসিত। নক আউট বা সেরকম কিছু ভেবে কোনও বাড়তি চাপ নিচ্ছি না।' দলে দুটি পরিবর্তন করেছে গুজরাতও। কুশল মেন্ডিস খেলছেন জস বাটলারের জায়গায়। আর্শাদের জায়গায় খেলছেন ওয়াশিংটন সুন্দর।
🚨 Toss 🚨@mipaltan won the toss and elected to bat first against @gujarat_titans
— IndianPremierLeague (@IPL) May 30, 2025
Updates ▶️ https://t.co/R4RTzjQfph #TATAIPL | #GTvMI | #Eliminator | #TheLastMile pic.twitter.com/E3G3NU0FXK
মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ: রোহিত শর্মা, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), নমন ধীর, রাজ বাওয়া, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, যশপ্রীত বুমরা, রিচার্ড গ্লিসন।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য ইমপ্যাক্ট সাব: কে শ্রীজিৎ, রঘু শর্মা, রবিন মিঞ্জ, অশ্বিন কুমার ও রিস টপলি।
গুজরাত টাইটান্সের একাদশ: শুভমন গিল (অধিনায়ক), সাই সুদর্শন, কুশল মেন্ডিস (উইকেটকিপার), শাহরুখ খান, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, সাই কিশোর, জেরাল্ড কোয়েৎজে, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য ইমপ্যাক্ট সাব: শেরফান রাদারফোর্ড, অনুজ রাওয়াত, মহীপাল লোমরর, জয়ন্ত যাদব ও আর্শাদ খান।




















