IPL 2025: হার্দিকের বদলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হবেন তিনি? নিজেই জবাব দিলেন সূর্যকুমার যাদব
Mumbai Indians: গত মরশুমে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পাণ্ড্যকে মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক করা নিয়ে সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরার মতো একাধিক সিনিয়র তারকারা অখুশি ছিলেন বলে খবর ছিল।
নয়াদিল্লি: ইতিমধ্যেই আইপিএলের রিটেনশন (IPL 2025 Retention) সংক্রান্ত না না নিয়মাবলী জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এ মাসের ৩১ তারিখের মধ্যেই ফ্র্যাঞ্চাইজিদের রিটেনশন লিস্ট দিয়ে দিতে হবে। কোন তারকাকে ফ্র্য়াঞ্চাইজি রিটেন করবে, কাকে ছেড়ে দেবে, তাই জোরকদমে জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। সম্ভবত যে দল নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে, সটি হল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।
আইপিএল রেকর্ড চ্যাম্পিয়নদের দলে একাধিক মহাতারকা রয়েছেন। তা সত্ত্বেও গত বারের লিগ তালিকায় সবার নীচে ছিল পল্টনরা। দলের অন্দরমহলের পরিবেশ নিয়েও গোটা আইপিএল জুড়েই জল্পনা-কল্পনা শোনা যাচ্ছিল। মূলত রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) দলের নতুন অধিনায়ক করা নিয়েই সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), যশপ্রীত বুমরার মতো একাধিক সিনিয়র তারকা অখুশি ছিলেন বলে খবর ছিল। তারপর আরব সাগর দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক হলেও, রোহিতের পর দলের দায়ভার পেয়েছেন সূর্যকুমার। তারপর থেকেই পরবর্তী মরশুমে সূর্য মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হতে পারেন বলে প্রবল জল্পনা শুরু হয়।
সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় শুরুর আগে সূর্যকুমারকে সাংবাদিক সম্মেলনে তাঁর ভবিষ্য়ৎ নিয়ে প্রশ্ন করা হয়। তিনি কি হার্দিকের পরিবর্তে নতুন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হবেন? সূর্যকুমার এই প্রশ্নের সরাসরি জবাব না দিলেও বলেন, 'আপনি তো গুগলি দিয়ে দিলেন। (ভারতীয় অধিনায়ক হিসাবে) এই নতুন দায়িত্ব আমি সত্যিই ভীষণ উপভোগ করছি। রোহিত ভাই যখন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন, তখন আমি প্রয়োজনমতো নিজের না না মতামত ওঁকে দিতাম।'
তিনি আরও যোগ করেন, 'ভারতের অধিনায়কত্বটা বেশ উপভোগ করছি। শ্রীলঙ্কার বিরুদ্ধে আমি অধিনায়কত্ব করেছি। অতীতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও দলকে নেতৃত্ব দিয়েছি। দলকে এগিয়ে নিয়ে যাওয়া পাঠটা আমি অন্যান্য অধিনায়কদের থেকে শিখেছি। আগে দেখা যাক কী হয়। এসব তো চলতেই। আর আপনারা তো সবটা জেনেই যাবেন।'
সূর্যকুমার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়া বা তিনি আদৌ রিটেন হবেন না নিলামে উঠবেন, সেটা কিন্তু সময়ই বলবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: হার্দিকের বোলিংয়ে অখুশি! কোচ মর্কেলের তত্ত্বাবধানে চলল কড়া ক্লাস