Jasprit Bumrah: আইপিএল চলছে পুরোদমে, বুমরা কোথায়? কবে মাঠে নামবেন মুম্বই ইন্ডিয়ান্সের সেরা অস্ত্র?
IPL 2025: শোনা যাচ্ছে, বুমরা নিজেও ঝুঁকি নিতে নারাজ। মাঠে ফেরার আগে নিশ্চিত করতে চান যে, তিনি পুরোপুরি ফিট।

লখনউ: আইপিএল শুরু হয়ে গিয়েছে রমরমিয়ে। তিন ম্যাচ খেলে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। অথচ যশপ্রীত বুমরাকে এখনও মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জার্সিতে মাঠে নামতে দেখা যায়নি। শুক্রবার লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধেও হয়তো খেলবেন না বুমরা। ৭ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষেও ঘরের মাঠে অনিশ্চিত ভারতীয় পেসার। যা উদ্বেগ বাড়াতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের।
জানা গিয়েছে যে, বুমরার চোট এখনও পুরো সারেনি। তাঁর পিঠের নীচের অংশে স্ট্রেস-ফ্র্যাকচার সম্পর্কিত অস্বস্তির পরে জানুয়ারি মাস থেকে রিহ্যাবিলিটেশনে রয়েছেন আমদাবাদের ফাস্টবোলার। তবে ফিট হয়ে ওঠার পথে তিনি। বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে সম্প্রতি বোলিং শুরু করেছেন বুমরা। ফিটনেস পরীক্ষার চূড়ান্ত পর্বেও তিনি উত্তীর্ণ হয়ে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের কাছ থেকে সমস্ত ছাড়পত্র পাওয়ার পরেই বুমরা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলতে পারবেন।
শোনা যাচ্ছে, বুমরা নিজেও ঝুঁকি নিতে নারাজ। মাঠে ফেরার আগে নিশ্চিত করতে চান যে, তিনি পুরোপুরি ফিট। ২৮ জুন থেকে ইংল্যান্ডে শুরু হওয়া ভারতের পাঁচ টেস্টের সিরিজের কথা মাথায় রেখেই বুমরাকে নিয়ে ধীরে চলো নীতি নেওয়া হয়েছে।
মুম্বই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত আইপিএল-এ তিনটি ম্যাচ খেলেছে। একটি জিতেছে এবং দুটি হেরেছে। বুমরার অনুপস্থিতিতে সত্যনারায়ণ রাজু, ভিগনেশ পুথুর এবং অশ্বিনী কুমারের মতো বোলারদের অভিষেক হয়েছে। যদিও ট্রেন্ট বোল্ট এবং দীপক চাহার পেস বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছেন। নিয়মিত বল করছেন অধিনায়ক হার্দিক পাণ্ড্যও।
বুমরার ফিটনেস নিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ আপডেট দেওয়া হয়েছিল ১৯ মার্চ। মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে টুর্নামেন্টের শুরুর দিকে বুমরাকে ছাড়াই মাঠে নামার "চ্যালেঞ্জ" সম্পর্কে কথা বলেছিলেন। সেই সময় জানা গিয়েছিল যে, বুমরা মার্চ মাসে মুম্বইয়ের ম্যাচগুলি খেলতে পারবেন না। কিন্তু এপ্রিলে দলে যোগ দেবেন। সেই সময়সূচিও পিছিয়ে যাচ্ছে বলে খবর।
বুমরা ২০১৩ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলছেন। ১৩৩ ম্যাচে ১৬৫ উইকেট নিয়েছেন বুমরা। মুম্বইয়ের হয়ে খেলা শুরু করার পর থেকে তিনি একমাত্র ২০২৩ সালের আইপিএলে খেলতে পারেননি। সেবারও তিনি পিঠে চোট পেয়েছিলেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
