IPL 2025: ৬ বছরের সম্পর্কে শেষের ইঙ্গিত, আবেগঘন পোস্ট বাটলারের
Rajasthan Royals: রাজস্থান যে রিটেনশন তলিকা প্রকাশ করেছে কিছুদিন আগেই, তাতে বাটলারের নাম ছিল না। রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনকে ধরে রেখেছে ১৮ কোটি টাকা দিয়ে।
জয়পুর: ২০১৮ সালে সম্পর্কের শুরু হয়েছিল। এরপর থেকে ২০২৪ পর্যন্ত সম্পর্কের বাঁধন আরও বেশি করে শক্ত হয়। কিন্তু কিছুদিন আগেই সেই সম্পর্কের ভাঙনের ইঙ্গিত মিলেছে। ইংল্যান্ডের তারকা উইকেট কিপার ব্যাটার জস বাটলারের কথা হচ্ছে। আইপিএলে দীর্ঘ সাত বছর রাজস্থান রয়্যালস জার্সিতে খেলেছেন। একাধিক স্মরণীয় ইনিংসের সাক্ষী তিনি। এমনকী রাজস্থানের একাধিক ম্যাচে জয়ের কারিগরও তিনি। অথচ এবার রাজস্থান যে রিটেনশন তলিকা প্রকাশ করেছে কিছুদিন আগেই, তাতে বাটলারের নাম ছিল না। রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনকে ধরে রেখেছে ১৮ কোটি টাকা দিয়ে। জয়সওয়ালও পাবেন ১৮ কোটি। রিয়ান পরাগ ও ধ্রুব জুড়েল ১৪ কোটি করে পাবেন। হেটমায়ার ১১ কোটি ও আনক্যাপড প্লেয়ার হিসেবে সন্দীপ শর্মা পাবেন ৪ কোটি টাকা। তাহলে কি বাটলারের ওপর আর ভরসা রাখতে চায়নি রয়্যালস টিম ম্য়ানেজমেন্ট?
রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় রাজস্থান রয়্যালসকে ট্যাগ করে একটি আবগঘন পোস্ট করেছেন বাটলার। সেখানে তিনি লিখেছেন, ''যদি এটাই শেষ হয় পথ চলার। তবে আমি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের ও তার সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকের। সাতটা মরশুম দুর্দান্ত কেটেছে ওই ফ্র্য়াঞ্চাইজিতে। ২০১৮ সালে শুরুটা হয়েছিল। সে বছর ছিল আমার কেরিয়ারের সবচেয়ে সফল একটা বছর। এরপর থেকে পরের ৬ বছরে একাধিক স্মৃতি জড়িয়ে গোলাপি জার্সিতে। একাধিক স্মরণীয় ম্য়াচ খেলেছি, জিতেছি আমরা। আমাকে এবং আমার পরিবারকে খোলা মনে দু হাতে আপন করে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আরও অনেক কিছু লিখতে পারতাম। তবে থাক...'' উল্লেখযোগ্যভাবে এই পোস্টের নীচে রয়্যালসের তরফে লেখা হয়েছে, ''জস, তুমি আমাদের পরিবারের সর্বকালের সেরা প্লেয়ারদের মধ্যে একজন হয়েই থাকবে। সারাজীবনের জন্য এই পরিবারের সদস্যই থাকবে।''
View this post on Instagram
আইপিএলে রাজস্থান রয়্যালস জস বাটলারকে না ধরে রাখায় অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। রয়্য়ালসের ক্রিকেট প্রেমীরা তাঁদের সোশ্য়াল মিডিয়ায় তা প্রকাশও করেছেন। কেউ কেই তো লিখেছেন যে, বাটলার ছাড়া প্লে অফে ওঠাই কঠিন হয়ে যাবে রাজস্থান রয়্যালসের জন্য। আবার অনেকে লিখেছেন, বাটলারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ভুল।