IPL 2025: হর্ষিতের গা-হাত-পা টিপে দেবেন সবচেয়ে দামি ক্রিকেটার! কেন এমন শাস্তির নিদান কেকেআরের মালিকের?
KKR vs CSK: ম্যাচ আরও একপেশে হতে পারত, যদি না বিজয় শঙ্কর ২৯ রান করতেন। তবে সেই ইনিংস খেলার ফাঁকে দুবার জীবনদান পেয়েছেন তিনি।

চেন্নাই: মহেন্দ্র সিংহ ধোনিদের ডেরায় গিয়ে চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে দুরমুশ করেছে কলকাতা নাইট রাইডার্স (CSK vs KKR)। ম্যাচে একপেশে লড়াই হয়েছে। কার্যত আত্মসমর্পণ করেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
৫৯ বল বাকি থাকতে জিতেছে কেকেআর। বল বাকি থাকার নিরিখে এটা সিএসকে-র বৃহত্তম পরাজয়। ম্যাচ আরও একপেশে হতে পারত, যদি না বিজয় শঙ্কর ২৯ রান করতেন। তবে সেই ইনিংস খেলার ফাঁকে দুবার জীবনদান পেয়েছেন তিনি। দুবারই হর্ষিত রানার বলে তাঁর ক্যাচ পড়ে। একবার ফেলেন সুনীল নারাইন। আর একবার ফেলেন বেঙ্কটেশ আইয়ার।
ম্যাচের শেষে যে কারণে বেঙ্কটেশ ও নারাইনকে শাস্তির নিদান দিলেন শাহরুখ খান। দলের মালিক যেন সবচেয়ে বড় শাস্তি দিলেন সবচেয়ে দামি ক্রিকেটারকে! বেঙ্কটেশ আইয়ারের জন্য শাহরুখের বার্তা, যাও আর গা-হাত-পা টিপে দাও হর্ষিতের।
কেকেআরের প্রথম ম্যাচে মাঠে ছিলেন শাহরুখ। তবে বাকি ম্যাচগুলো তিনি টিভিতে দেখছেন। আর ম্যাচের শেষে বার্তা পাঠাচ্ছেন দলের জন্য। যে মেসেজ পাঠ করে শোনাচ্ছেন কেকেআরের চিফ এগজিকিউটিভ অফিসার বেঙ্কি মাইসোর।
শুক্রবার রাতে চেন্নাইকে হারানোর পর নাইট ড্রেসিংরুমে গিয়ে বেঙ্কি বলেন, 'বসম্যানের পাঠানো মেসেজ তোমাদের পড়ে শোনাই। যেটা প্রত্যেক ম্যাচের শেষে আমার দায়িত্ব।' যোগ করেন, 'আমরা চ্যাম্পিয়নের মতোই খেলেছি। সুনীল সেটাই করে চলেছে যেটা সুনীল পারে আর আজ আবার ও সেটা করে দেখিয়েছে। মঈন ভাই দারুণ খেলেছো। তোমার উপস্থিতিই দল হিসাবে আমাদের অনেক শান্ত করে তুলেছে।'
শাহরুখের মেসেজ পড়ে বেঙ্কি আরও বলেন 'বরুণ, তোমার বল তো কেউ বুঝতেই পারছে না। পাশাপাশি যে ক্যাচটা নিয়েছো, দুর্দান্ত। সকলে এটা দেখেছে। দারুণ। ওটা ছিল কেকের ওপর আইসিং। বৈভব, আমাদের পরিশ্রমী ঘোড়া, সব সময় পরিকল্পনা করে যাচ্ছো আর তা কাজে লাগাচ্ছো। তোমার পরিশ্রম পুরস্কার পাচ্ছে।'
এরপরই শাহরুখ লিখে পাঠিয়েছেন, 'হর্ষিত, তোমাকে কী বলব? সুনীল তোমাকে ডিনারে নিয়ে যাবে আর বেঙ্কটেশ তোমার গা-হাত-পা টিপে দেবে।' মজা করেই এ কথা লিখেছেন শাহরুখ, বলার অপেক্ষা রাখে না।
শাহরুখ আরও লিখেছেন, 'কুইনি, তুমি ফের বড় শট মারছো দেখে ভাল লাগছে। যেভাবে স্ট্যান্ডে বল ফেললে, অসাধারণ। রিঙ্কু, আমার সুন্দর ছেলে, তুমি অনবদ্য খেলেছো। অজিঙ্ক, তোমার নেতৃত্ব, ব্যাটিং আর দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্য আলিঙ্গন রইল। তুমি দারুণ অলরাউন্ডার ও নেতা। তোমাদের রাতটা দারুণ কাটুক। জমিয়ে আনন্দ করো। আমি ঠান্ডা পুলে গিয়ে স্নান করব আর ম্যাচের হাইলাইটস দেখব তিন-তিনবার। সকলের জন্য ভালবাস রইল। দল হিসাবে এগিয়ে চলো কেকেআর। করব, লড়ব, জিতব।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
