KKR: বুধবার থেকেই অনুশীলন শুরু নাইটদের, শহরে পৌঁছেই সমর্থকদের কী বার্তা দিলেন কেকেআর কোচ?
Kolkata Knight Riders Coach: টিম হোটেলে ঢোকার মুখেই মঙ্গলবার অভ্যর্থনা জানানো হয় রাহানে, ডি কক, রমনদীপ, নোকিয়াদের। শহরে চলে এসেছেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও।

কলকাতা: গত মরশুমের আইপিএল চ্যাম্পিয়ন। এবার সমর্থকদের বাড়তি প্রত্যাশা থাকবেই দলের পারফরম্য়ান্স নিয়ে। যা শহরে পা রেখেই টের পেয়েছেন কেকেআরের নতুন অধিনায়ক অজিঙ্ক রাহানে। টিম হোটেলে ঢোকার মুখেই মঙ্গলবার অভ্যর্থনা জানানো হয় রাহানে, ডি কক, রমনদীপ, নোকিয়াদের। শহরে চলে এসেছেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও। গত কয়েকটা মরশুম ধরে কেকেআর শিবিরের সদস্য তিনি। গত মরশুমে গৌতম গম্ভীরের উপস্থিতিতে কিছুটা আড়ালে চলে গিয়েছিলেন। এবার তিনিই হেডকোচ। দায়িত্বও বেড়েছে। শহরে পা রেখেই জানিয়ে দিলেন যে গত মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার পর দলের আত্মবিশ্বাস তুঙ্গে। যা এবারও তাদের কাজে আসবে।
কেকেআর মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, ''চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনেক দেশীয় ও আন্তর্জাতিক প্লেয়ার এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি। তাঁরা খুব তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দেবে। তবে আমাদের আগামী মরশুমের জন্য অনুশীলন আগামীকাল বুধবার ১২ মার্চ থেকেই শুরু হয়ে যাবে। বিকেলে অনুশীলন শুরু হবে। গত মরশুমে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আর এবার ঘরের মাঠে, চেনা পরিবেশে, চেনা সমর্থকদের সামনেই আমরা অভিযান শুরু করতে চলেছি। যা আমাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে নিঃসন্দেহে।''
এদিকে, পূর্বাঞ্চলের বিভিন্ন শহর ঘুরে কলকাতায় এল ট্রফি। গত মরশুমে আইপিএল জিতেছিল কেকেআরও। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা। এবার যদিও শ্রেয়স দলের সঙ্গে জড়়িয়ে নেই। অজিঙ্ক রাহানের নেতৃত্বে খেলতে নামবে নাইটরা। নতুন অধিনায়কের নেতৃত্বেই এবার ফের একবার খেতাব ধরে রাখার লড়াইয়ে আগামী ২২ মার্চ থেকে নামবে কলকাতা। প্রথম ম্য়াচেই ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে মুখোমুখি হবে নাইটরা। গত ১৬ ফেব্রুয়ারি থেকে আইপিএলের ট্রফি ট্যুর শুরু হয়েছিল ভুবনেশ্বর থেকে। এরপর জামশেদপুর, রাঁচি, পাটনা, গ্য়াংটক, দুর্গাপুর হয়ে কলকাতায় ট্রফি আসে।
এদিকে, শহরে এসে পৌঁছেছেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে, কুইন্টন ডি কক, আনরিচ নোকিয়া, রমনদীপ সিংহ ও কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। টুর্নামেন্টের অভিযান শুরুর আগে শহরে ক্যাম্প করবে কেকেআর। বাকি ক্রিকেটাররাও দ্রুত দলের সঙ্গে যোগ দেবেন। এবিপি আনন্দই একমাত্র লিখেছিল যে, ইডেনে আইপিএল ম্যাচের টিকিটের দাম বাড়তে চলেছে। এ-ও জানানো হয়েছিল যে, সর্বনিম্ন টিকিটের দাম গতবারের তুলনায় দেড়শো টাকা বাড়তে চলেছে। ৯০০ টাকা রাখা হচ্ছে সর্বনিম্ন টিকিটের দাম। পাশাপাশি এবিপি আনন্দই সকলের আগে জানিয়েছিল যে, শুক্রবার বেলা বারোটা থেকে অনলাইনে পাওয়া যাবে ইডেনে কেকেআরের ম্যাচের টিকিট। যে খবরে সিলমোহর পড়ল শুক্রবার ঘড়ির কাঁটা বেলা বারোটা স্পর্শ করতেই।




















