KKR: আইপিএল জেতানো শ্রেয়সকেই ছাঁটাই, নেই স্টার্কও, নিলামের আগেই চমক দিল কেকেআর
IPL 2025: একই সঙ্গে সবচেয়ে বড় চমক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়া। গত মরশুমে তাঁর নেতৃত্বেই কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল।
কলকাতা: গত কয়েকদিন ধরে একটা খবর চারিদিকে ছড়িয়ে পড়েছিল যে রাসেলকে হয়ত ছেড়ে দিতে চলেছে কেকেআর। কেকেআরের যে সম্ভাবনামত রিটেনশন তালিকা ছিল, তাতে রাসেলকে ধরে রাখা হবে না, এমনটাই শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত যে চূড়ান্ত তালিকা প্রকাশ করল কেকেআর। সেই তালিকাতে রাসেলকেও রাখা হয়েছে। অর্থাৎ সুনীল নারাইনের সঙ্গে রাসেলের ওপরও ভরসা রাখল নাইট শিবির। একই সঙ্গে সবচেয়ে বড় চমক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়া। গত মরশুমে তাঁর নেতৃত্বেই কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এবার শ্রেয়সকে আর রিটেনশন করল না তিনবারের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি। দলের দীর্ঘদিনের সদস্য ভেঙ্কটেশ আইয়ার ও নীতিশ রানাকেও ছেড়ে দেওয়া হয়েছে।
কলকাতা নাইট রাইডার্স যে প্লেয়ারদের রিটেইন করেছে সেই তালিকায় রয়েছেন আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংহ, সুনীল নারাইন। এছাড়াও দুজন আনক্যাপড প্লেয়ারকে রিটেইন করেছে নাইট শিবির। তাঁরা হলেন রামনদীপ সিংহ ও হর্ষিত রানা। দুজনেই আগের মরশুমে দুর্দান্ত পারফর্ম করেছিলেন কেকেআরের জার্সিতে। হর্ষিত তো জাতীয় দলেও ডাক পেয়েছেন। তবে উল্লেখযোগ্য বিষয় হল শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়া। গত মরশুমে নাইটরা খেতাব জিতেছিল। শ্রেয়সের নেতৃত্বেই তৃতীয়বারের জন্য আইপিএল খেতাব জিতেছিল নাইট শিবির।
শ্রেয়সের সঙ্গে মিচেল স্টার্ককেও ছেড়ে দিল কেকেআর শিবির। আগের বার নিলাম সবচেয়ে বেশি দামে তাঁকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু গোটা টুর্নামেন্টে একেবারেই আহামরি পারফরম্য়ান্স করতে পারেননি অজি পেসার। যদিও টুর্নামেন্টের শেষের দিকে জ্বলে উঠেছিল। ফাইনালেও দারুণ ফর্মে ছিলেন স্টার্ক। তবে শেষ পর্যন্ত অজি পেসারকেও ছেড়ে দিল কেকেআর শিবির।
ঘটনা হচ্ছে, কেকেআর অধিনায়ক হিসাবে ভারতীয় কাউকেই দায়িত্ব দিতে চায়। যে কারণে শ্রেয়সই ছিল দলের প্রথম পছন্দ। বিশেষ করে গত আইপিএলে তাঁর নেতৃত্বে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর। তবে শোনা যাচ্ছে, আরও কয়েকটি দল ভেতর ভেতর শ্রেয়সের সঙ্গে কথা বলেছে। তাঁকে প্রস্তাব দিয়েছে।
শোনা যাচ্ছে, কেকেআরে থাকতে বাড়তি দর চেয়েছিলেন শ্রেয়স। যে দামের প্রস্তাব তিনি অন্য দল থেকে পেয়েছেন। কিন্তু ফর্ম, ফিটনেস মিলিয়ে শ্রেয়সকে সেই দাম দিতে রাজি হয়নি কেকেআর, খবর সূত্রের।
আরও পড়ুন: সব সম্ভাবনায় জল ঢেলে আইপিএলে মুম্বইয়েই থাকছেন রোহিত, আগামী মরশুমেও নেতৃত্বে হার্দিক