IPL 2025: ৪৩-ও তাক লাগাচ্ছেন ধোনি, মাহির ফিটনেস দেখে স্তম্ভিত হরভজনও
MS Dhoni: এখনও ধোনি নেটে সবার আগে ঢুকে সবার শেষে বের হন বলে জানান হরভজন সিংহ।

নয়াদিল্লি: বিগত অন্তত পাঁচ বছর ধরে তাঁর অবসর নিয়ে জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে। তবে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) ক্ষেত্রে কখনই আগেভাগে কিছু বলা সম্ভব নয়। সব কানাঘুষোকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ফের একবার চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আইপিএল (IPL 2025)মাতাতে তৈরি মাহি।
তবে ৪০-র গণ্ডি পার করার পর নিজের ফিটনেস ধরে রাখা যে একেবারেই সহজ নয়। ৪৩-র ধোনি কীভাবে নিজেকে ফিট রাখেন। বিশেষত তিনি যেখানে আইপিএল বাদে আর কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেটই খেলেন না। ঠিক এই প্রশ্নটাই ধোনির প্রাক্তন সতীর্থ হরভজন সিংহের মাথায় ঘোরাফেরা করছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে ধোনির সঙ্গে সাক্ষাতের পর তাঁর ফিটনেস দেখে চমকে যান হরভজন সিংহ (Harbhajan Singh)। নিজেকে সামলাতে না পেরে হরভজন মাহিকে তাঁর প্রস্তুতি নিয়ে প্রশ্ন করে ফেলেন।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে হরভজন জানান, 'সম্প্রতি আমাদের এক বন্ধুর মেয়ের বিয়েতে ওর সঙ্গে দেখা হয়েছিল। ওকে দারুণ ফিট দেখাচ্ছিল। তাই ওকে আমি কৌতূহলের বসে জিজ্ঞেস করেই ফেলি যে এই বিয়সে নিজেকে ফিট রাখতে কী করছ? জবাবে ও বলে যে বিষয়টা কঠিন হলেও, এটা ওর পছন্দ। একমাত্র এতেই ও আনন্দ খুঁজে পায়। আমি মাঠে নামতে চাই, খেলতে চাই। এই খিদেটা যতক্ষণ থাকবে ততক্ষণ খেলা চালিয়ে যেতে অসুবিধা নেই। গোটা বছর ক্রিকেট না খেলে এমনটা করা কিন্তু খুব কষ্টকর। তবে ও দেখিয়ে দিচ্ছে যে কীভাবে সেটা করা সম্ভব। বাকিদের থেকে কিছু তো ভিন্ন করছেই। শুধুমাত্র যে খেলছে, তেমনটা নয়, ও কিন্তকু রীতিমতো বাকি বোলারদের শাসন করছে।'
হরভজন আরও জানান সিএসকে শিবিরে যোগ দেওয়ার পর থেকে ধোনি কিন্তু রোজ নেটে দুই-তিন ঘণ্টা করে ব্যাটিং অনুশীলন করছেন। 'এই এক, দুই মাস ও প্রচুর অনুশীলন করছে। যত বেশি অনুশীলন করবে, ততই টাইমিংটা ভাল হবে। ছয় মারতে সুবিধা হবে। চেন্নাইতে রোজ দুই-তিন ঘণ্টা ব্যাট করছে। এখনও অনুশীলনে প্রথম ক্রিকেটার হিসাবে এসে সবার শেষে মাঠ ছাড়ে ও। এটাই তো বাকিদের থেকে ওর পার্থক্য।' জানান ভারতীয় প্রাক্তনী। ৪৩-র যুবক ধোনি ফের একবার আইপিএলে স্বমহিমায় ছক্কা হাঁকাবেন, বোলারদের শাসন, সকল মাহিভক্ত কিন্তু এমন আশাতেই রয়েছেন।
আরও পড়ুন: রয়েছে পূর্ণ আস্থা, নতুন আরসিবি অধিনায়ক রজত পাতিদারের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিরাট কোহলি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
