PBKS vs RR Match Highlights: দুই বিতর্কিত তরুণের জ্বলে ওঠার রাতে হ্যাটট্রিকের স্বপ্নভঙ্গ শ্রেয়সদের, পঞ্জাবের ডেরায় হল্লা বোল
IPL 2025: শনিবার ফের অধিনায়কের আর্মব্যান্ড উঠল সঞ্জুর হাতে। আর রাজস্থান সেই ম্যাচ স্মরণীয় করে রাখল দুরন্ত পঞ্জাব কিংসকে হারিয়ে।

মুল্লাপুর: টি-২০ ম্যাচ ঠিক যেরকম হওয়া উচিত, মুল্লাপুরে পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালসের (PBKS vs RR) ম্যাচও সেই সরণি ধরেই এগোল। কখনও পাল্লা ভারি থাকল পঞ্জাবের, তো কখনও পাশা পাল্টে দিল রাজস্থান। শেষ হাসি অবশ্য তোলা রইল রাজস্থানের জন্যই। অধিনায়ক হিসাবে ফিরেই রাজস্থানকে ম্যাচ জেতালেন সঞ্জু স্যামসন। যিনি চোটের জন্য আগের তিন ম্যাচে খেলেছেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে।
শনিবার ফের অধিনায়কের আর্মব্যান্ড উঠল সঞ্জুর হাতে। আর রাজস্থান সেই ম্যাচ স্মরণীয় করে রাখল দুরন্ত পঞ্জাব কিংসকে হারিয়ে। পরপর দু'ম্যাচ জিতে আইপিএলের শুরুতেই হইচই ফেলে দিয়েছিল পঞ্জাব। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দৌড়চ্ছিল প্রীতি জিন্টার দলের জয়ের অশ্বমেধ। শনিবার প্রীতি জিন্টা ভিইআপ দর্শকাসনে বসে দেখলেন, তাঁদের ঘরের মাঠেই অশ্বমেধের ঘোড়াকে হ্যাঁচকা টানে মাটিতে নামাল রাজস্থান। শনিবার বিকেলের ম্যাচে জয়ের হ্যাটট্রিক গড়ে পঞ্জাব কিংসের থেকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছিল দিল্লি। সন্ধ্যার ম্যাচে রাজস্থানকে হারালে সিংহাসন ফেরত পেতে পারত পঞ্জাব। কিন্তু পারলেন না প্রীতির সৈন্যরা।
প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস তুলেছিল ২০৫/৪। রাজস্থানকে টানলেন দুই বিতর্কিত তরুণ। ইনিংস ওপেন করতে নেমে ৪৫ বলে ৬৭ রান করলেন যশস্বী জয়সওয়াল। এমন একটা সময়ে তাঁর ব্যাটে রান ফিরল, যখন বিতর্কে পুড়ছেন মুম্বইয়ের তারকা। অধিনায়ক অজিঙ্ক রাহানে ও কোচ ওমকার সালভির সঙ্গে বিবাদের জেরে মুম্বই ছেড়ে গোয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যশস্বী, এ কথা আর কারও অজানা নয়। যে কাহিনি নতুন করে তোলপাড় ফেলেছে, সেটা হল রঞ্জি ট্রফির সময় জয়সওয়ালের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাহানে ও সালভি। এবং হতাশায় নাকি রাহানের কিটব্যাগে লাথি মেরেছিলেন যশস্বী। এই বিতর্কের মধ্যে শনিবারের ইনিংস যশস্বীকে স্বস্তি দেবে বৈকি!
দ্বিতীয়জন, রিয়ান পরাগ। প্রথম তিন ম্যাচে রাজস্থানকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু বারবার জড়িয়েছেন বিতর্কে। কখনও তাঁর বিরুদ্ধে ভাড়া করে মাঠে লোক ঢুকিয়ে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করানোর অভিযোগ উঠেছে। কখনও আবার মাঠকর্মীদের সঙ্গে সেলফি তুলে ঔদ্ধত্যের সঙ্গে মোবাইল ফোন ছুড়ে দিয়েছেন। সেই পরাগ এদিন তিন নম্বরে নেমে ২৫ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেললেন। আইপিএলে এই প্রথম মুল্লাপুরে কোনও দল দুশোর বেশি স্কোর তুলল।
রান তাড়া করতে নেমে শুরুতেই জোফ্রা আর্চারের বলে বোল্ড হয়ে যান পঞ্জাবের ওপেনার প্রিয়াংশু আর্য। অধিনায়ক শ্রেয়স আইয়ার এসেই পরপর দুই বাউন্ডারি মেরে বুঝিয়ে দেন যে, তিনি কীরকম ছন্দে আছেন। কিন্তু প্রথম ওভারেই তিনিও বোল্ড আর্চারের বলে।
Match 18. Rajasthan Royals Won by 50 Run(s) https://t.co/kjdEJydDWe #PBKSvRR #TATAIPL #IPL2025
— IndianPremierLeague (@IPL) April 5, 2025
৪৩/৪ হয়ে যাওয়া দলকে টেনে তোলেন নেহাল ওয়াধেরা ও গ্লেন ম্যাক্সওয়েল। পঞ্চম উইকেটে ৮৮ রানের পার্টনারশিপে পঞ্জাব শিবিরে আশার আলো জ্বেলেছিলেন তাঁরা। কিন্তু পরপর ২ বলে তাঁরা ফিরতেই পঞ্জাবের লড়াই শেষ। ২০ ওভারে পাঞ্জাব কিংস আটকে গেল ১৫৫/৯ স্কোরে। ৫০ রানে ম্যাচ জিতল রাজস্থান।




















