RCB New Captain: আইপিএলের মাঝে অধিনায়ক বদলে গেল আরসিবি-র! কোহলি নন, কার কাঁধে দায়িত্ব?
IPL 2025: শুক্রবার লখনউয়ের একানা স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে আরসিবি। সেই ম্যাচ জিততে মুখিয়ে রয়েছে তারা। কিন্তু ম্যাচের আগে টসের সময় বড় চমক ক্রিকেটপ্রেমীদের জন্য।

লখনউ: আইপিএলের (IPL 2025) প্লে অফে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এখন তাদের সামনে পরীক্ষা পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে জায়গা করে নেওয়া। প্রথম দুইয়ে থাকা মানে বাড়তি সুবিধা। কোয়ালিফায়ার ওয়ান খেলার সুযোগ। যে ম্যাচে জিতলে সরাসরি ফাইনালে খেলা যাবে। হেরে গেলেও পাওয়া যাবে আর একটি সুযোগ।
সেই পরিস্থিতিতে আচমকাই বদলে গেল আরসিবি-র অধিনায়ক!
শুক্রবার লখনউয়ের একানা স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে আরসিবি। সেই ম্যাচ জিততে মুখিয়ে রয়েছে তারা। কিন্তু ম্যাচের আগে টসের সময় বড় চমক ক্রিকেটপ্রেমীদের জন্য। দেখা গেল, সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে টস করতে নামছেন জিতেশ শর্মা!
বিরাট কোহলি নেতৃত্ব ছাড়ার পর থেকে একাধিক অধিনায়ক দেখা গিয়েছে আরসিবি-র। গত মরশুমে ফাফ ডুপ্লেসি ছিলেন আরসিবি-র অধিনায়ক। তবে আরসিবির পারফরম্যান্স বলার মতো ছিল না। এবার আইপিএলের মহানিলামের আগে ডুপ্লেসিকে রিটেন করেনি আরসিবি। তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল যে, নতুন কাউকে দেখা যাবে আরসিবি-র অধিনায়ক হিসাবে।
তবে কোহলি নন, আরসিবি-র অধিনায়ক হিসাবে দায়িত্ব পান রজত পাতিদার। তখন জানা যায়, কোহলি নিজেই নেতৃত্ব নিয়ে খুব একটা আগ্রহী ছিলেন না। তবে আরসিবি শিবিরে যে সব সিদ্ধান্তই বিরাটকে জানিয়ে নেওয়া হয়, এমনকী, মাঠের সিদ্ধান্তেও যে কোহলির মত ভীষণ গুরুত্বপূর্ণ, সেটাও জলের মতো পরিষ্কার হয়ে যায়।
তা হলে প্লে অফে জায়গা পাকা হওয়ার পর অধিনায়ক বদল কেন? টসের পর সঞ্চালক রবি শাস্ত্রী এই প্রশ্নই করেন জিতেশ শর্মাকে? আরসিবির নতুন অধিনায়ক জানান, কেন তিনি নেতৃত্ব দিচ্ছেন। জিতেশ বলেন, 'আমি প্রথমবার আরসিবিকে নেতৃত্ব দিচ্ছি। গত মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়েছিলাম। রজত আজ ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলছে।'
The Calm before the Southern Storm 🔥
— IndianPremierLeague (@IPL) May 23, 2025
The stage is set for an exciting battle 💪
Updates ▶ https://t.co/sJ6dOP9ung#TATAIPL | #RCBvSRH | @RCBTweets | @SunRisers pic.twitter.com/a18GxFMh7b
রজতের চোট রয়েছে বলেই খবর। তিনি শুধু ব্যাটিং করবেন। জিতেশ বলেন, 'আমরা প্রথমে ফিল্ডিং করব। যাতে পিচের আর্দ্রতা কাজে লাগানো যায়। আমরা প্লে অফে পৌঁছে গেলেও পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ করতে চাই।'




















