RCB vs KKR Probable XI: হ্যাজলউডকে নিয়ে উদ্বেগে আরসিবি, কেমন হতে পারে কেকেআরের একাদশ?
IPL 2025: আরসিবি এই ম্যাচে দল সাজাতে গিয়ে বিপাকে বোলিং নিয়ে। কারণ, জশ হ্যাজলউডকে পাচ্ছে না তারা (Josh Hazlewood)।

বেঙ্গালুরু: ভারত-পাক যুদ্ধের আবহে দশ দিন বন্ধ থাকার পর শনিবার, ১৭ মে ফের শুরু হচ্ছে আইপিএল (IPL 2025)। প্রথম দিনই মুখোমুখি সেই দুই দল, যারা আইপিএলের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স (RCB vs KKR)। সেই ম্যাচে কেমন হতে পারে দুই দলের একাদশ? ইমপ্যাক্ট প্লেয়ারই বা হবেন কে?
আরসিবি এই ম্যাচে দল সাজাতে গিয়ে বিপাকে বোলিং নিয়ে। কারণ, জশ হ্যাজলউডকে পাচ্ছে না তারা (Josh Hazlewood)। কাঁধের চোট এখনও কাটিয়ে উঠতে পারেননি অজি পেসার। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে আরসিবি। হ্যাজলউডকে নিয়ে অপেক্ষা করছে। তবে এখনও পর্যন্ত দারুণ আশাব্যঞ্জক খবর নেই। প্লে অফেও তাঁকে পাওয়া যাবে কি না, সংশয় রয়েছে। চোট রয়েছে অধিনায়ক রজত পাতিদারেরও। তবে তিনি সম্ভবত খেলবেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য দল
ফিল সল্ট, বিরাট কোহলি, ময়ঙ্ক আগরওয়াল, রজত পাতিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), রোমারিও শেফার্ড, টিম ডেভিড, ক্রুণাল পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, লুনগি এনগিডি ও সূয়শ শর্মা।
Inching closer to action ⏳
— IndianPremierLeague (@IPL) May 16, 2025
1️⃣ day until we get going again 👊 #RCBvKKR on the horizon 🤜🤛#TATAIPL | @RCBTweets | @KKRiders pic.twitter.com/K8VJcxjnBO
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দল
সুনীল নারাইন, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), অজিঙ্ক রাহানে (অধিনায়ক), বেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃষ রঘুবংশী/মণীশ পাণ্ডে, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, রামনদীপ সিংহ, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও অনরিক নখিয়া/স্পেন্সার জনসন।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কেকেআরের দুরন্ত রেকর্ড। ২০১৫ সালের পর থেকে কোহলিদের ঘরের মাঠে আর কোনও ম্যাচে হারেনি শাহরুখ খান-জুহি চাওলার দল। তার ওপর কেকেআরের হাতে রয়েছে এমন এক অস্ত্র, বিরাট কোহলির বিরুদ্ধে যাঁর ঈর্ষণীয় রেকর্ড। ক্যারিবিয়ান বিস্ময় স্পিনার সুনীল নারাইন। ১৭ ইনিংসে যিনি চারবার বিরাটের উইকেট নিয়েছেন। দুই দলেরই ডেথ বোলিং অন্যতম শক্তির জায়গা। ডেথ ওভারে আরসিবির বোলাররা ওভার প্রতি মাত্র ১০.২০ রান করে খরচ করেছেন চলতি আইপিএলে। সেখানে নাইট বোলাররা খরচ করেছেন ওভার প্রতি ১০.৩০ রান করে।
চিন্নাস্বামী স্টেডিয়ামে জয় মানে আরসিবির প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত। কারণ, ১২ ম্যাচে ১৮ পয়েন্ট হয়ে যাবে আরসিবির। অন্যদিকে, প্লে অফের ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখতেও জিততেই হবে কেকেআরকে।




















