IPL 2025: ধবনকে টেক্কা দিয়ে আইপিএলে নতুন রেকর্ড গড়বেন বিরাট? গিলের সামনেও কিং-কে টপকানোর সুযোগ
Virat Kohli And Subhman Gill: আইপিএলে সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকানোর নজির গড়েছেন শিখর ধবন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ২২২ ম্য়াচে ২২১ ইনিংস খেলতে নেমে ব্যাট হাতে মোট ৭৬৮টি বাউন্ডারি হাঁকিয়েছেন।

বেঙ্গালুরু: তিনি মাঠে নামলেই রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলতেই থাকে। আন্তর্জাতিক ক্রিকেটে তো বটেই আইপিএলেও ব্যাট হাতে গুচ্ছ গুচ্ছ নজির গড়েছেন। আসন্ন আইপিএলেও আরও নতুন রেকর্ড গড়ার লক্ষ্যেই মাঠে নামবেন বিরাট কোহলি। একমাত্র প্লেয়ার হিসেবে আইপিএলের প্রথম মরশুম থেকেই একই দলের হয়ে খেলে আসছেন। এবার কোন রেকর্ড ভাঙতে পারেন কোহলি?
আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকানোর নজির গড়েছেন শিখর ধবন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ২২২ ম্য়াচে ২২১ ইনিংস খেলতে নেমে ব্যাট হাতে মোট ৭৬৮টি বাউন্ডারি হাঁকিয়েছেন। ঝুলিতে ধবনের রয়েছে ৬৭৬৯ রান। বিরাট রানের নিরিখে ধবনের থেকে আইপিএলে অনেকটাই এগিয়ে রয়েছেন, এমনকী শীর্ষে রয়েছেন। আট হাজারের বেশি রান রয়েছে কিং কোহলির ঝুলিতে। কিন্তু বাউন্ডারি হাঁকানোর নিরিখে এবার ধবনকে টেক্কা দেওয়ার সুযোগ রয়েছে কোহলির সামনে। এখনও পর্যন্ত আইপিএলে আরসিবির জার্সিতে ৭০৫টি বাউন্ডারি হাঁকিয়েছেন কোহলি। অর্থাৎ দু মাস ব্যাপী গোটা টুর্নামেন্টে আর ৬৪টি বাউন্ডারি হাঁকালেই ধবনকে টেক্কা দিয়ে দেবেন তিনি। গত আইপিএলে মোট ৬২টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন কোহলি। মোট ৭৪১ রান করেছিলেন তিনি। ২০১৬ মরশুমে বিরাটের ব্যাট থেকে এসেছিল ৯৭৩ রান। সেবার ৮৩টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। উল্লেখ্য, বিরাট ২৫২ ম্য়াচে মোট ৮০০৪ রান করছেন।
অন্য়দিকে শুভমন গিলের সামনে সুযোগ থাকছে বিরাট কোহলিকে টেক্কা দেওয়ার। এক মরশুমে সর্বাধিক ৯৭৩ রান করেছিলেন কোহলি ২০১৬ সালে। যে রান কোনও ব্য়াটার টেক্কা দিতে পারেননি এতদিন। এমনকী নশোর বেশি রানও কোনও ব্য়াটার এক মরশুমে আর তুলতে পারেননি। একমাত্র কিছুটা কাছাকাছি গিয়েছিলেন শুভমন গিল। তিনি ২০২৩ আইপিএলে ৮৯০ রান করেছিলেন। গিল বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন। যদি সেই ফর্ম বজায় রাখতে পারেন, তবে কিন্তু বিরাটের সর্বোচ্চ রান এক মরশুমে তোলর রেকর্ড ভেঙে দিতেই পারেন। তবে তা কিছুটা চ্য়ালেঞ্জিং ও কঠিনও।
বরুণের প্রশংসায় নারাইন
নিজের স্পিন বোলিং পার্টনার বরুণ চক্রবর্তীকে প্রশংসায় ভরিয়ে দিলেন নারাইন। কেকেআরের জার্সিতে ১৪তম আইপিএলে নামবেন। তার আগে বুধবার কলকাতায় এক অনুষ্ঠানে নারাইন বলেছেন, 'বছরের পর বছর ধরে আমরা ভাল বল করেছি। নিজেদের প্রমাণ করেছি। বরুণের সঙ্গে বল করাটা দারুণ অভিজ্ঞতা। ও চাপ বজায় রাখে। ব্যাটারদের ধাঁধায় ফেলে। ব্যাটারদের মনে অনিশ্চয়তা তৈরি করে।'



















