IPL 2025: উদ্বেগের অবসান, আঙুলের অস্ত্রোপচারের পর রয়্যালস শিবিরে যোগ দিলেন অধিনায়ক স্যামসন
Sanju Samson: ফেব্রুয়ারি মাসে ভারত বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ়ে আইপিএলে তাঁর সতীর্থ জোফ্রা আর্চারের বলেই ব্যাটিং করার সময় আঘাত পান সঞ্জু স্যামসন।

জয়পুর: ভারতীয় দলের হয়ে খেলার সময় লেগেছিল। সেই চোটের জেরেই উদ্বেগ বেড়েছিল রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) শিবিরে। তবে সেইসব উদ্বেগের অবসান ঘটিয়ে আইপিএলের মহারণ (IPL 2025) শুরুর আগেই রয়্যালস শিবিরে যোগ দিলেন দলের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)।
ফেব্রুয়ারি মাসে ভারত বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ়ে আইপিএলে তাঁর সতীর্থ জোফ্রা আর্চারের বলেই ব্যাটিং করার সময় আঘাত পান স্যামসন। মাঠে তিনি আর কিপিং করতে পারেননি। ধ্রুব জুরেলকে কিপ করতে দেখা যায়। স্যামসনের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে আঙুলে অস্ত্রোপচার ব্যতীত আর কোনও বিকল্প ছিল না। সেই অস্ত্রোপচারের পর তিনি কতদিনে ফিট হবেন, সেই নিয়ে রাজস্থান শিবির উদ্বিগ্ন ছিল। গত মাসেই আঙুলে অস্ত্রোপচারের পর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছিলেন স্যামসন। আইপিএলের ঠিক আগে সেই রিহ্যাব সম্পূর্ণ করে রাজস্থান শিবিরে যোগ দেন স্যামসন। অধিনায়কের আগমনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজস্থান।
সেই ভিডিওতে উল্লেখিত সময় অনুযায়ী এয়ারপোর্ট ছেড়ে বেরিয়ে সন্ধে সাতটা নাগাদ স্যামসন সোয়াই মানসিংহ স্টেডিয়ামে উপস্থিত হন। যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেলদের সঙ্গে দেখা সাক্ষাৎ সেরে নেন স্যামসন। এরপর সাড়ে সাতটা নাগাদ মাঠে অনুশীলনের জন্য নেমে পড়েন তিনি। সেখানে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে দেখা করেন। গোটা সময়ই তাঁকে বেশ হাসিখুশি মেজাজেই দেখা যায়। তবে অনুশীলনে ফিরলেও স্যামসন পুরোপুরি ফিট কি না, সেই নিয়ে অল্পবিস্তর প্রশ্ন রয়েছে বৈকি।
Straight from the airport ➡️ to our first practice match ➡️ to making everyone smile like he does! 💗💗 pic.twitter.com/da89DV0Jgt
— Rajasthan Royals (@rajasthanroyals) March 18, 2025
গত বারের রানার্স আপ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে স্যামসনের খেলার সম্ভাবনা প্রবল। তবে তিনি বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে খেলবেন, না কিপার-ব্যাটার হিসাবে মাঠে নামবেন, সেই নিয়ে সংশয় রয়েছে। স্যামসন যদি কিপিং করকে না পারেন তবে সেক্ষেত্রে ধ্রুব জুরেলকে রাজস্থানের হয়ে উইকেটের পিছনে দস্তানা হাতে দেখা যেতে পারে বলেই শোনা যাচ্ছে। গত মরশুমে ১৫ ম্যাচে স্যামসন ৪৮.২৭ গড় ও ১৫৩.৪৬ স্ট্রাইক রেটে মোট ৫৩১ রান করেছিলেন। এবারও তাঁর থেকে এমনই এক মরশুমের আশায় তাঁর দলের সকল সমর্থকরা।
আরও পড়ুন: রয়েছে পূর্ণ আস্থা, নতুন আরসিবি অধিনায়ক রজত পাতিদারের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিরাট কোহলি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
