IPL 2025: বারংবার শাস্তি পেয়েও বদলাননি, এবার নির্বাসিতই হলেন রাঠি, অভিষেকেরও বেতন কাটা হল
Abhishek Sharma-Digvesh Rathi Spat: অভিষেককে আউট করে তাঁর বিখ্যাত 'নোটবুক' সেলিব্রেশন করতে দেখা যায় দ্বিগেশকে। এরপরেই অভিষেক ও দ্বিগেশ অকে অপরের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান।

লখনউ: চলতি আইপিএল মরশুমে (IPL 2025) নিজের বোলিংয়ে যেমন নজর কেড়েছেন, তেমনই নিজের সেলিব্রেশনে বারংবার বিতর্কেও জড়িয়েছেন দ্বিগেশ রাঠি (Digvesh Rathi)। এবার তাঁকে এক ম্যাচের জন্য নির্বাসিতই করা হল। পাশাপাশি দ্বিগেশের ম্যাচ থেকে প্রাপ্ত বেতনের ৫০ শতাংশ বেতনও কেটে নেওয়া হল। শাস্তি পেলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তাঁর ম্যাচের বেতনের ২৫ শতাংশ কাটা গেল।
ঘটনাটি ঘটে সোমবার, ১৯ মে লখনউ সুপার জায়ান্টস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে। একানা স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে অভিষেককে আউট করে তাঁর বিখ্যাত 'নোটবুক' সেলিব্রেশন করতে দেখা যায় দ্বিগেশকে। এই সেলিব্রেশনের জেরে এর আগেও বিতর্কে জড়িয়েছেন লখনউয়ের স্পিনার। এর আগেও দ্বিগেশকে শাস্তি দেওয়া হয় বেতন কাটা হয়। তবে তাতে দমে না গিয়ে ফের একবার লখনউয়ের স্পিনারকে উত্তেডজিত ভঙ্গিমায় সেলিব্রেশন করতে দেখা যায়। এরপরেই অভিষেক ও দ্বিগেশ অকে অপরের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। এই ঘটনার জেরেই শাস্তি পেলেন উভয় ক্রিকেটার।
এটি চলতি টুর্নামেন্টে দ্বিগেশের তৃতীয় আর্টিকেল ২.৫-র লেভেল ১ দোষ। এর জেরে তাঁকে দুই ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। এর আগে তাঁর দখলে তিন ডিমেরিট পয়েন্ট ছিলই। মোট পাঁচ ডিমেরিট পয়েন্ট হওয়ায় দ্বিগেশকে তাই এক ম্যাচের জন্য নির্বাসিত করা হল। পাশাপাশি তাঁর বেতনও কাটা গেল।অপরদিকে, সানরাইজার্সের তারকা অলরাউন্ডার অভিষেক এই প্রথমবার আর্টিকেল ২.৬-র লেভেল ১ ধারায় দোষ করলেন। এর জন্য তাঁর তুলনামূলক কম জরিমানা করা হয়। অভিষেকের এই শাস্তির বিরুদ্ধে তিনি আপিল করতে পারবেন না, কারণ এ ক্ষেত্রে ম্যাচ রেফারির যা নির্ধারণ করবে, সেটাই চূড়ান্ত হয়।
এদিন ম্যাচে ২০৫ রান বোর্ডে তুলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের দুই ওপেনার এডেন মারক্রাম ও মিচেল মার্শ অর্ধশতরান হাঁকিয়েছিলেন। নিকোলাস পুরানও ৪৫ রান করেন। তবে জবাবে ঝোড়ো অর্ধশতরান হাঁকান অভিষেক শর্মা। হেনরিখ ক্লাসেনও ৪৭ রানের ইনিংস খেলেন। ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স। এই পরাজয়ের ফলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল লখনউ।
আইপিএলে এর আগে কেকেআর, সিএসকে, হায়দরাবাদ ও রাজস্থান প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল। এবার পঞ্চম দল হিসেবে লখনউ ছিটকে গেল প্লে অফের দৌড় থেকে। ১২ ম্যাচে তাঁদের ঝুলিতে ১০ পয়েন্ট। বাকি দুটো ম্য়াচ জিতলেও ১৪ পয়েন্টেই শেষ করতে পারবে লখনউ। তা প্লে অফে ওঠার পক্ষে একেবারেই পর্যাপ্ত নয়। এই পরিস্থিতিতে বর্তমানে পয়েন্ট টেবিলের যা সমীকরণ, তাতে মুম্বই ও দিল্লিই একমাত্র প্লে অফে জায়গা করে নেওয়ার দৌড় থাকছে।




















