IPL 2026: ট্রেডিংয়ে যোগ দেওয়ার পর দলের অধিনায়ক হচ্ছেন জাডেজা? রাজস্থান রয়্যালসদের পোস্টে বাড়ল জল্পনা
Ravindra Jadeja: অতীতে কিন্তু রবীন্দ্র জাডেজার আইপিএলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে বটে। মহেন্দ্র সিংহ ধোনি জাডেজা হলুদ ব্রিগেডে থাকাকালীন নিজের দায়িত্ব তাঁর কাঁধেই তুলে দিয়েছিলেন।

নয়াদিল্লি: বছর ঘুরে গিয়েছে, আর তার সঙ্গে শুরু হয়েছে আইপিএল নিয়ে না না কানাঘুষো। এই মরশুমে নতুন অধিনায়কের খোঁজে থাকা দলের নাম রাজস্থান রয়্যালস। তাদের অধিনায়ক হওয়ার দৌড়ে যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগদের নাম উঠে এসেছে। তবে অনেক বিশেষজ্ঞরাই রবীন্দ্র জাডেজার অধিনায়ক হওয়ার পক্ষে সওয়াল করেছেন।
নতুন আইপিএল মরশুমের আগে প্রচুর জল্পনা-কল্পনার পর ট্রেডের মাধ্যমে সঞ্জু স্য়ামসন এবং রবীন্দ্র জাডেজা দলবদল করেছেন। স্যামসন রয়্যালস ছাড়ার ফলেই দীর্ঘ সময় পরে তাঁরা নতুন অধিনায়কের খোঁজে। এমন পরিস্থিতিতে রয়্যালসের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে স্বাভাবিকভাবেই অনেক নাম উঠে আসছে। তবে রয়্যালসদের সাম্প্রতিক এক পোস্ট দেখে অনেকেই দলের পরবর্তী অধিনায়ক হিসাবে জাডেজার পাল্লা ভারী বলেই মনে করছেন।
অতীতে কিন্তু রবীন্দ্র জাডেজার আইপিএলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে বটে। মহেন্দ্র সিংহ ধোনি জাডেজা হলুদ ব্রিগেডে থাকাকালীন নিজের দায়িত্ব তাঁর কাঁধেই তুলে দিয়েছিলেন। তবে পরপর হতাশাজনক পারফরম্যান্সের পর সেই পদ থেকে ইস্তফা দেন জাডেজা। আবারও কি তাঁকে আইপিএলে অধিনায়কত্ব করতে দেখা যাবে? এই প্রশ্নই সকলের মনে ঘোরাফেরা করছে।
প্রসঙ্গত উল্লেখ্য, নতুন আইপিএলের মরশুমে কেবল নতুন অধিনায়কই নয়, রাজস্থান রয়্যালস কিন্তু নতুন হোমগ্রাউন্ডেরও খোঁজে। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্টের মধ্যে বিবাদ বহুদিনের। রাজস্থান বোর্ডের এক আধিকারিক তো রয়্যালসদের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটা করার অভিযোগ পর্যন্ত করেছিলেন। বর্তমানে রাজস্থান বোর্ডের দায়িত্বে রয়েছে দিন দয়াল কুমারের নেতৃত্বাধীন এক অ্যাড-হক কমিটি। এই কমিটির সঙ্গে দীর্ঘ ঝামেলার জেরেই রয়্যালসরা তাঁদের সোয়াই মানসিংহ স্টেডিয়াম ছেড়ে নতুন মরশুমে নতুন ঠিকানায় ম্যাচ খেলতে আগ্রহী।
রয়্যালসরা যে আইপিএল ম্যাচ খেলার জন্য এমসিএ স্টেডিয়াম নিয়ে খোঁজ খবর করেছে, সেকথা জানিয়েও দিয়েছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। অপরদিকে, আবার রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনও আইপিএলের ম্যাচ হাতছাড়া করতে নারাজ। রিপোর্ট অনুযায়ী জয়পুরেই যাতে আইপিএলের ম্যাচগুলি খেলা হয় সেই বিষয়ে বিসিসিআইকে জোরাল আবেদন জানিয়েছে রাজস্থান ক্রিকেট সংস্থা। রিপোর্ট অনুযায়ী রাজস্থান সংস্থার তরফে বোর্ডকে চিঠিতে জানানো হয়েছে তাঁদেরকে কিন্তু তাঁদের মাঠের নিরাপত্তা খতিয়ে দেখার বিষয়ে রয়্যালস ফ্র্যাঞ্চাইজি কিছুই জানায়নি।
রাজস্থান ক্রিকেট সংস্থা যুক্তি দেখিয়েছে তারা বিগত দুই শতক ধরে সফলভাবে সোয়াই মানসিংহ স্টেডিয়ামে আইপিএলের ম্য়াচ আয়োজন করেছে। এমনকী সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতেও রোহিত শর্মার উপস্থিতিতে মুম্বইয়ের দুই ম্যাচ আয়োজিত হয়েছে এই মাঠে। এগুলিই বড় বড় ইভেন্টে প্রচুর দর্শকদের নিরাপত্তাজনিত কোনও সংশয় ছাড়াই ম্যাচ আয়োজনের দক্ষতা প্রমাণ করে বলে দাবি সংস্থার।




















