Mustafizur Rahman: 'বোর্ড তো ভুল কিছু করেনি', মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাতিলের সিদ্ধান্ত সঠিক বলেই মত আজহারউদ্দিনের
Kolkata Knight Riders: কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএল নিলামে মুস্তাফিজুরকে নয় কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছিল।

ঢাকা: প্রবল বিতর্ক, দেশের মানুষ এবং রাজনৈতিক নেতাদের একাংশের সতর্কবার্তা, হুঁশিয়ারির পর শেষমেশ মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএল (IPL 2026) থেকে ছেড়ে দেওয়া হল। আজই বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার নির্দেশ পাওয়ার পর কেকেআর (Kolkata Knight Riders) বাংলাদেশি ফাস্ট বোলারকে ছেড়ে দিল। এই নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (Mohammed Azharuddin)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম সংবাদসংস্থা এএনআইকে এই প্রসঙ্গে জানিয়েছিলেন, তাঁরা বিষয়টি রাজনৈতিক নয়, বরং ক্রিকেটের পরিপ্রেক্ষিতেই বিচার করতে চান। 'আমি গোটা বিষয়টা শেষ পর্যন্ত দেখতে চাই। আমরা তো ক্রিকেটের লোক। আমরা তাই গোটা বিষয়টিকে রাজনৈতিক নয়, ক্রিকেটের পরিপ্রেক্ষিতেই দেখতে চাই। ভারত তো আমাদের পড়শি দেশ, ওদের সঙ্গে ক্রিকেটের দিক থেকে আমাদের সম্পর্ক খুবই ভাল।' দাবি ছিল তাঁর।
তবে পরবর্তীতে বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, 'সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য কেকেআরকে বোর্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে। যদি কেকেআর কোনও পরিবর্ত ক্রিকেটার নিতে চায়, সেটার অনুমোদনও করা হবে।' এই নির্দেশের পরেই কেকেআর বাংলাদেশি ফাস্ট বোলারকে ছেড়ে দেয়।
বোর্ডের মুস্তাফিজুরকে ছেড়ে দিতে নির্দেশ দেওয়ার এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। এই সিদ্ধান্তের পক্ষে যেমন অনেকে, আবার অনেকে বিপক্ষেও। আজহারউদ্দিন কিন্তু মনে করছেন বিসিসিআইয়ের তরফে একেবারে সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে। আজহারউদ্দিন একই সংবাদসংস্থাকে এক সাক্ষাৎকারে জানান, 'বোর্ড তো ভুল কিছু করেনি। বাংলাদেশে যা হচ্ছে সেটা একেবারেই ঠিক নয়। তবে খেলায় বিষয়টা ভিন্ন। কিন্তু বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে সেটা ওরা নিশ্চয়ই বিদেশমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রকের লোকজনের সঙ্গে কথাবার্তা বলেই নিয়েছে।'
এখনও পর্যন্ত ৬০ ম্যাচ খেলে আইপিএলে ৬৫ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ৮.১৩ ইকনমি রেটে উইকেট নিয়েছেন। ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট তাঁর সেরা বোলিং স্পেল। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ২০১৬-২০১৭ মরশুমে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজুর রহমনের। সেবার অরেঞ্জ আর্মিরা আইপিএলে খেতাবও জিতেছিল। দুই মরশুম মিলিয়ে মোট ১৭ উইকেট ঝুলিতে পুরেছিলেন কাটার মাস্টার। ২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে খেলতে নেমে ৭ উইকেট নেন। রাজস্থান রয়্যালসের জার্সিতে ২০২১ মরশুমে খেলেছিলেন। নিয়েছিলেন ১৪ উইকেট।
২০২২, ২০২৩, ২০২৫ তিনটি মরশুম দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলেন। মোট ৯ উইকেট নেন। ২০২৪ সালে সিএসকের জার্সিতে মাত্র ৯ ম্য়াচ খেলে ১৪ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি। নতুন মরশুমের আগে নিলামে উঠেছিলেন। কেকেআর তাঁকে ৯.২০ কোটি টাকা খরচ করে দলে নিয়েছিল। তবে আগামী মরশুমে খেলা হচ্ছে না বাংলাদেশের এই তারকা বোলারের।




















