Virat Kohli: আইপিএলে কোহলিই ফের অধিনায়ক? বড় ইঙ্গিত দিলেন আরসিবির শীর্ষ কর্তা
IPL Mega Auction 2025: এবারের নিলামে ঋষভ পন্থ (Rishabh Pant), কে এল রাহুল (KL Rahul) কিংবা শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) মতো বড় নামের পিছনে ছোটেনি আরসিবি। বরং দলে ভারসাম্য তৈরি করায় জোর দিয়েছে।
বেঙ্গালুরু: ফাফ ডুপ্লেসিকে (Faf Du Plessis) রিটেনশন (IPL Retention) তালিকায় না রাখার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল, তাহলে কি বিরাট কোহলির হাতেই ফের নেতৃত্বের ব্যাটন তুলে দেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর?
আইপিএল নিলামের দ্বিতীয় দিনও বারবার ঘোরাফেরা করল সেই প্রশ্ন। বিরাট কোহলি (Virat Kohli) নিজে আরসিবির নেতৃত্ব ছেড়েছিলেন। গত মরশুম পর্যন্ত আরসিবিকে নেতৃত্ব দিচ্ছিলেন ডুপ্লেসি। এবার কি ফের কোহলির কাঁধেই দায়িত্ব?
প্রশ্নের উত্তর দিলেন আরসিবির ডিরেক্টর অফ ক্রিকেট মো বাবাট। জানালেন, অধিনায়ক নির্বাচন নিয়ে আরও সময় নিতে চান তাঁরা। তবে নিলাম প্রক্রিয়ায় যে কোহলি খুব ভালমতোই রয়েছেন, জানিয়েছেন বাবাট। সে যতই তিনি পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করুন না কেন।
এবারের নিলামে ঋষভ পন্থ (Rishabh Pant), কে এল রাহুল (KL Rahul) কিংবা শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) মতো বড় নামের পিছনে ছোটেনি আরসিবি। বরং দলে ভারসাম্য তৈরি করায় জোর দিয়েছে। তাদের গত মরশুমের অধিনায়ক ফাফ ডুপ্লেসিকে বেস প্রাইস ২ কোটি টাকায় কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
দ্বিতীয় দিন নিলাম পর্বের মাঝে বিরতিতে মো বাবাট জানিয়েছেন, প্রথম দিন নিলামের পর বিরাট কোহলি তাঁর মতামত জানিয়েছেন। পারথ টেস্টে স্মরণীয় সেঞ্চুরি করেই টেক্সট মেসেজে নিজের মত জানিয়েছেন বিরাট।
আরসিবির ডিরেক্টর অফ ক্রিকেট বলেছেন, 'প্রথম দিনের নিলামের পর টেক্সট মেসেজে নিজের মত জানিয়েছেন বিরাট। ক্রিকেটারদের নিয়ে ওঁর সুচিন্তিত মতামত রয়েছে। আমরাও নিলামের পর সেগুলি নিয়ে ভাবব এবং আমরা জানি কীরকম দল আমরা তৈরি করতে চাই।'
নিলামের দ্বিতীয় দিন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারের জন্য ১০ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করেছে আরসিবি। তার আগে জশ হ্যাজলউডকে ১২ কোটি ৫০ লক্ষ টাকায় কিনেছে আরসিবি। মনে করা হচ্ছে, হ্যাজলউডের সঙ্গে নতুন বলে বোলিং শুরু করবেন ভুবিই। বাবাট বলেছেন, 'ভুবি আমাদের তালিকায় ছিল। আমরা কাল ভেবেছিলাম কাকে কাকে কেনার জন্য ঝাঁপানো হবে। জানতাম ভুবি পরের দিকে নিলামে উঠবে। ওকে পাওয়াটা দারুণ ব্যাপার। কারণ অনেক দলের নজর ছিল ওর ওপর।'
সোমবার ক্রুণাল পাণ্ড্যকেও বড় দাম দিয়ে কিনেছে আরসিবি। ৫ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করেছে হার্দিকের দাদার জন্য।