এক্সপ্লোর
Advertisement
প্রথম ম্যাচেই ধাক্কা দিল্লি শিবিরে, ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়ে মাঠের বাইরে অশ্বিন
অশ্বিনের বাঁ কাঁধ বা কনুইয়ের হাড় সরে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা। যদিও দিল্লি শিবির থেকে সরকারিভাবে এখনও তাঁর চোট নিয়ে কিছু বলা হয়নি।
দুবাই: একই ওভারে দুরকম অভিজ্ঞতা হল দিল্লি শিবিরে। জোড়া উইকেট নিয়ে কিংস ইলেভেন পঞ্জাব শিবিরে জোরাল ধাক্কা দিলেন অফস্পিনার আর অশ্বিন। তবে সেই ওভারেই শরীর শূন্যে ছুঁড়ে বল ধরতে গিয়ে বাঁহাতে চোট পেলেন অশ্বিন। দিল্লি সমর্থকদের উদ্বেগ বাড়িয়ে মাঠের বাইরে বেরিয়ে যেতে হল তাঁকে।
ঘটনাটি পঞ্জাব ইনিংসের ষষ্ঠ ওভারের। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার বল তুলে দেন দলের প্রধান স্পিনার অশ্বিনের হাতে। আর বল করতে এসেই দুরন্ত অশ্বিন। প্রথম বলেই তিনি তুলে নেন করুণ নায়ারকে। পঞ্চম বলে বিপজ্জনক নিকলাস পুরানকে ফিরিয়ে দেন। তবে সেই ওভারের ষষ্ঠ বলেই দুর্ঘটনা। তাঁর বলে ব্যাকফুট পাঞ্চ করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ডানদিকে ঝাঁপিয়ে বলটি ধরতে যান অশ্বিন। কাঁধ ও কনুইয়ের ওপর ভর দিয়ে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় অফস্পিনারকে। মাঠে দৌড়ে আসেন ফিজিও প্যাট্রিক ফারহার্ট। কিছুক্ষণ শুশ্রূষার পরও ব্যথা কমেনি অশ্বিনের। বাঁহাত স্লিংয়ে ঝুলিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি।
অশ্বিনের বাঁ কাঁধ বা কনুইয়ের হাড় সরে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা। যদিও দিল্লি শিবির থেকে সরকারিভাবে এখনও তাঁর চোট নিয়ে কিছু বলা হয়নি। তবে আইপিএলে বেশ কয়েকটি ম্যাচ মাঠের বাইরে কাটাতে হতে পারে তামিলনাড়ুর অফস্পিনারকে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement